London Fire: বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুনের জের, শুক্রে সমস্ত বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হিথরো বিমানবন্দরে

Last Updated:

লন্ডনের হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ কেন্দ্রে শুক্রবার বিধ্বংসী আগুন লাগে, এই ভয়াবহ আগুনের ফলে গোটা বিমানবন্দর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

লন্ডনের আগুনের জেরে স্তব্ধ হিথরোর বিমান পরিষেবা। (ছবি- এএফপি)
লন্ডনের আগুনের জেরে স্তব্ধ হিথরোর বিমান পরিষেবা। (ছবি- এএফপি)
হিথরো: লন্ডনের হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার বিধ্বংসী আগুন লাগে, এই ভয়াবহ আগুনের ফলে গোটা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এই প্রবল অগ্নিকাণ্ডের জেরে শুক্রবারের প্রায় ১৩০০টির বেশি বিমান বাতিলের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই, গোটা বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত কোনও বিমান চলাচল করবে না বলে জানানো হয়েছে। এই ঘটনাকে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ‘অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত’ বলে অভিহিত করা হয়েছে।
আরও পড়ুন: এমন একটা মানুষ…! মহম্মদ ইউনূস কেন প্রধান উপদেষ্টা? তীব্র আপত্তি বাংলাদেশের সেনাপ্রধানের!
বৃহস্পতিবার রাত ১১ টায় বিমানবন্দর সংলগ্ন এলাকা হেয়েসের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগে। এই আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির হয় লন্ডন দমকল বিভাগের ৭০ জন দমকল কর্মীর একটি দল। শুক্রবার সকাল ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান হয়েছে সরকারের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া নিয়ে মাতামাতিতেই সব শেষ…! ভিডিও করতে গিয়েই বিস্ফোরণ, কোমায় ৭ বছরের মেয়ে
অন্যদিকে, বিশ্বের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর হিথরো হঠাৎ সাময়িক ভাবে বন্ধ হয়ে যাওয়ায় ফাঁপরে পড়েছেন হাজার হাজার যাত্রী। বহু বিমানকে প্যারিস, আয়ারল্যান্ডের শ্যানন-সহ ইউরোপের একাধিক শহরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর আগেও এই ধরনের সমস্যায় পড়েছে হিথরো বিমানবন্দর।  ২০২৩ সালে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সমস্যার জন্য থমকে গিয়েছিল বিমান চলাচল। এছাড়াও এর আগে ২০১০-এর ডিসেম্বরে প্রচণ্ড তুষারপাতের ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল হিথরো। সেবারে ৪ হাজার বিমান চলাচল বন্ধ ছিল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
London Fire: বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুনের জের, শুক্রে সমস্ত বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হিথরো বিমানবন্দরে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement