#কাজাখস্থান: করোনা সংক্রমণে রুখতে বিশ্বের একাধিক দেশ এখনও লকডাউনে । ফলে বন্ধ মানুষের অকারণ যাতায়াত । কিছু কিছু দেখে লক ডাউন শিথিল করা হলে , প্রয়োজনের বাইরে কারও ঘুরে বেড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে । আর তার জেরেই পৃথিবীর নানা প্রান্তে না অদ্ভুত ঘটনা ঘটে চলেছে প্রতিদিন । কোথাও চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে পশুরা, কোথাও বিমানবন্দরে লাইন দিয়ে ঘুরছে বিরল কোনও পাখি , কোনও নদীতে আবার ফিরেছে বিলুপ্ত প্রজাতির নানা মাছ । এমনকি ভারতেও নানা জায়গায় দেখা মিলছে বিরল বন্যপ্রাণীদের । গঙ্গায় ফিরেছে শুশুক, কুমীর । মুম্বই গোলাপি হয়েছে ফ্লেমিঙ্গোর রঙে । গোয়া , দার্জিলিং-এ বেড়িয়ে পড়েছে ব্ল্যাক প্যান্থার । গুজরাতের বসতিতে দেখা ঢুকে পড়েছিল চিতা । মুম্বইয়ের বস্তিতে বাড়ির ছাদ ভেঙে ঢুকে পড়ে হরিণ । এই তালিকায় নয়া সংযোজন কাজাকস্থানের অতি বিরল তুষার চিতা ।
লকডাউনের জেরে বন্ধ মানুষের আনাগোনা । তাই অতি বিরল এই তুষার চিতা নেমে এসেছে কাজাকস্থান শহরের একদম কাছেই । আর তাতেই ঘুম ছুটেছে শহরের বাসিন্দাদের । ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিস্টদের মতে, বিলুপ্ত হয়ে যাওয়া এই তুষার চিতা বাঁচাতে আরও উদ্যোগ নেওয়া হবে আগামীতে । পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ১৫০ তুষার চিতা রয়েছে মধ্য এশিয়ার বিভিন্ন দেশ মিলিয়ে, আর সারা পৃথিবীতে সংখ্যাটা ১০ হাজার । মূলত রাশিয়া , মঙ্গোলিয়া , চিন , নেপাল , পাকিস্তান , আফগানিস্থানে পাহাড়ি এলাকা, যেখানে বরফ পড়ে নিয়মিত, সেই সব অঞ্চলে তুষার চিতার অস্তিত্ব মেলে ।
স্নো লেপার্ড ফাউন্ডেশনের সদস্য অ্যালেক্স গ্রাচভ জানিয়েছেন, দিন কয়েক ধরে একটি পুরুষ, একটি মহিলা এবং একটি তুষার চিতার বাচ্চার ছবি বার বার সেন্সর ক্যামেরায় ধরা পড়ছে । অলমাটি লেক (যেটি অত্যন্ত জনপ্রিয় হাইকিং ডেস্টিনেশন ) সংলগ্ন পাহাড়ি অঞ্চলে মাত্র ২০টি চিতার অস্তিত্ব মেলে । আর তাদের দেখা পাওয়া অত্যন্ত বিরল ঘটনা ।