War In Ukraine: ইউক্রেনে পাঠরত ছাত্রদের মারধরের কথা ভাইরাল, উত্তাল নেটদুনিয়া

Last Updated:

War In Ukraine: এ দিকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ছবি: এপি/পিটিআই
ছবি: এপি/পিটিআই
#নয়াদিল্লি: ভারতীয় পড়ুয়াদের ইউক্রেনের সীমান্ত দিয়ে অন্য দেশে, মানে ইউক্রেনের প্রতিবেশী দেশে পৌঁছে যাওয়ার আবেদন জানিয়েছিল ভারতীয় দূতাবাস। পরে আবার দূতাবাসের পক্ষ থেকে এখনও সীমান্ত পার হতে নিষেধও করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত দ্বিধার মধ্যে রয়েছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। তার মধ্যেই ভাইরাল হয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের মারধরের কথা। যা নিয়ে বিস্তর চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন বাঙালি এক পড়ুয়া। তিনি বলছেন, ভারতীয় পড়ুয়াদের অনেক সময়েই ইউক্রেনের বাহিনী ও রুশ সেনার ক্রস ফায়ারিংয়ের মধ্যে পড়তে হচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পড়ুয়ারা বেশিরভাগ সময়ে বাঙ্কারেই কাটাচ্ছেন বলেও বলেছেন পড়ুয়া রৌণক বিশ্বাস। তিনি নিজেও ইউক্রেনের সীমান্তে আটকে আছেন।
advertisement
advertisement
এ দিকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি জরুরি বৈঠকে বসেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন চার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, ভিকে সিং-সহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব হর্ষবর্ষন শ্রিংলা। আজ রাতেই ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিরে রওনা দেওয়ার কথা রয়েছে চার মন্ত্রীর।
advertisement
এ ছাড়া ভারতের তরফ থেকেও যুদ্ধ থামাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলেন, এই নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলতে। তার পর রাশিয়ার সঙ্গে কথাও হয়েছিল। ফের এই পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, দ্রুত এই বিষয়ে বৈঠক সারবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
War In Ukraine: ইউক্রেনে পাঠরত ছাত্রদের মারধরের কথা ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement