War In Ukraine: ইউক্রেনে পাঠরত ছাত্রদের মারধরের কথা ভাইরাল, উত্তাল নেটদুনিয়া

Last Updated:

War In Ukraine: এ দিকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ছবি: এপি/পিটিআই
ছবি: এপি/পিটিআই
#নয়াদিল্লি: ভারতীয় পড়ুয়াদের ইউক্রেনের সীমান্ত দিয়ে অন্য দেশে, মানে ইউক্রেনের প্রতিবেশী দেশে পৌঁছে যাওয়ার আবেদন জানিয়েছিল ভারতীয় দূতাবাস। পরে আবার দূতাবাসের পক্ষ থেকে এখনও সীমান্ত পার হতে নিষেধও করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত দ্বিধার মধ্যে রয়েছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। তার মধ্যেই ভাইরাল হয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের মারধরের কথা। যা নিয়ে বিস্তর চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন বাঙালি এক পড়ুয়া। তিনি বলছেন, ভারতীয় পড়ুয়াদের অনেক সময়েই ইউক্রেনের বাহিনী ও রুশ সেনার ক্রস ফায়ারিংয়ের মধ্যে পড়তে হচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পড়ুয়ারা বেশিরভাগ সময়ে বাঙ্কারেই কাটাচ্ছেন বলেও বলেছেন পড়ুয়া রৌণক বিশ্বাস। তিনি নিজেও ইউক্রেনের সীমান্তে আটকে আছেন।
advertisement
advertisement
এ দিকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি জরুরি বৈঠকে বসেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন চার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, ভিকে সিং-সহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব হর্ষবর্ষন শ্রিংলা। আজ রাতেই ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিরে রওনা দেওয়ার কথা রয়েছে চার মন্ত্রীর।
advertisement
এ ছাড়া ভারতের তরফ থেকেও যুদ্ধ থামাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলেন, এই নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলতে। তার পর রাশিয়ার সঙ্গে কথাও হয়েছিল। ফের এই পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, দ্রুত এই বিষয়ে বৈঠক সারবেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
War In Ukraine: ইউক্রেনে পাঠরত ছাত্রদের মারধরের কথা ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement