চিন : নীরব মোদিকে গ্রেফতার করতে পারে হংকং

Last Updated:

সোমবার চিন জানিয়েছে হংকংয়ের স্থানীয় প্রশাসন আর পারসস্পরিক ন্যায় সহায়তা সমঝোতা বিভাগ ভারতের অনুরোধ মান্যতা দিতে পারে ।

#বেজিং: সোমবার চিন জানিয়েছে হংকংয়ের স্থানীয় প্রশাসন আর পারসস্পরিক ন্যায় সহায়তা সমঝোতা বিভাগ ভারতের অনুরোধ মান্যতা দিতে পারে । মূলত হিরে ব্যবসায়ী নীরব মোদি পিএনবি আর্থিক কেলেঙ্কারি করে দেশ ছেড়ে পালিয়েছে । চিনের কাছে ভারত অনুরোধ করে নীরব মোদিকে গ্রেফতার করতে ।
বিদেশমন্ত্রকের পক্ষ থেকে গত সপ্তাহে সংসদে এক বিবৃতিতে জানা যায় হংকং এর বিশেষ প্রশাসনিক ক্ষেত্রে, পিপিলস রিপাবলিক অফ চায়না সরকারকে শেষ বারের মত গ্রেফতার করার দাবি করেছিল ।
ভারতের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে চিনের বিদেশমন্ত্রকের  প্রবক্তা গ্রেগ শুয়াং জানান ওয়ান কান্ট্রি টু সিস্টেমের অন্তর্গত । যদি সঠিক নিয়ম মেনে কোনও দেশ অপরাধীর গ্রেফতার দাবি করে । এই নিয়মে অন্য দেশের ন্যায় সহায়তা করতে পারে, ভারত যদি সেই নিয়ম মেনে আবেদন করে আমরা পর্যালোচনা করে উপযুক্ত পদক্ষেপ করব ।
advertisement
advertisement
নীরব মোদি পিএনবি ১২,৭০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি করে ফেরার হয়েছে । বেজিং ছাড়া হংকং এও ব্যবসা আছে ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
চিন : নীরব মোদিকে গ্রেফতার করতে পারে হংকং
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement