Fertility Doctor becomes father: এত বছর যাঁর সঙ্গে ঘনিষ্ঠ হলেন, তিনি সম্পর্কে কে হন? সত্যি জেনে শিউরে উঠলেন যুবতী

Last Updated:

Fertility Doctor becomes father: সব সমস্যার মূলে তাঁর বাবা, ফার্টিলিটি চিকিৎসক ডাঃ বার্টন কাডওয়েল। না, আইনসম্মত জনক তিনি নন। প্রকাশ্যে আসেনি পরিচয়ও। রোগীদের মধ্যে যে সব দম্পতির সন্তানধারনে সমস্যা হত, চিকিৎসক বার্টন স্পার্ম ব্যাঙ্ক হয়ে যেতেন নিজেই। অজ্ঞাত পরিচয় কেউ দিয়েছেন জানিয়ে নিজেই ঔরস দান করতেন বার্টন।

এত বছর যাঁর সঙ্গে ঘনিষ্ঠ হলেন, তিনি কে? সত্যি জেনে মুষড়ে পরলেন যুবতী
এত বছর যাঁর সঙ্গে ঘনিষ্ঠ হলেন, তিনি কে? সত্যি জেনে মুষড়ে পরলেন যুবতী
কানেকটিকাট: ভাইয়ের সঙ্গেই প্রেম করেছিলেন এত দিন! ঘনিষ্ঠও হয়েছিলেন! জানতে পেরে হতভম্ব ৩৯ বছরের যুবতী। শুধু তা-ই নয়, রয়েছে তাঁর এমন আরও অনেক ভাইবোন! আগে জানতে পারেননি ভিক্টোরিয়া হিল।
হঠাৎ বুঝলেন, সব সমস্যার মূলে তাঁর বাবা, ফার্টিলিটি চিকিৎসক ডাঃ বার্টন কাডওয়েল। না, আইনসম্মত জনক তিনি নন। প্রকাশ্যে আসেনি পরিচয়ও। রোগীদের মধ্যে যে সব দম্পতির সন্তানধারনে সমস্যা হত, চিকিৎসক বার্টন স্পার্ম ব্যাঙ্ক হয়ে যেতেন নিজেই। অজ্ঞাত পরিচয় কেউ দিয়েছেন জানিয়ে নিজেই ঔরস দান করতেন বার্টন। ভিক্টোরিয়াও সেভাবেই তাঁর সন্তান। ভিক্টোরিয়ার মাকে ঔরস দান করেছিলেন এই চিকিৎসকই। পরে প্রকাশ্যে আসে সেই তথ্য।
advertisement
একই সঙ্গে প্রাক্তন প্রেমিক মেসেজ পাঠান ভিক্টোরিয়াকে। লেখেন, “তুমি আমার বোন”। সব জলের মতো স্পষ্ট হয়ে যায় ভিক্টোরিয়ার কাছে। সংবাদ মাধ্যমের কাছে ভেঙে পড়েন তিনি। তাঁর কথায়, “স্কুলজীবনের স্মৃতি মনে পড়লে খারাপ লাগছে। সম্পর্কে ছিলাম ভাইয়ের সঙ্গে! ওর সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠও হয়েছি! কী যে খারাপ লাগছে…”
advertisement
advertisement
জানা যায়, ছোটবেলা যে স্কুলে পড়তেন ভিক্টোরিয়া, সেখানেও ডাঃ বার্টনের ঔরসজাত আর দু’জন যমজ মেয়েকে মনে করতে পারছেন। তাঁরাও আসলে সম্পর্কে বোনই হয়। ক্ষোভ উগরে দিয়ে ভিক্টোরিয়া বলেন, “আতঙ্ক হচ্ছে আমার! যাকেই দেখছি মনে হচ্ছে এ আমার ভাই বা বোন নয় তো?” ক্রমে জানা যায়, ২৩ জন ছেলেমেয়ের জন্মের পিছনে সরাসরি হাত রয়েছে ডাঃ বার্টনের।
advertisement
ভিক্টোরিয়া আদালতে গিয়ে এই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার কথা ভেবেছিলেন। কিন্তু তাঁকে বলা হয়েছিল যে ফার্টিলিটি নিয়ে জালিয়াতির বিরুদ্ধে কোনও স্বচ্ছ আইন নেই আমেরিকা যুক্তরাষ্ট্রে। তবুও, হিলের সৎ-বোনদের মধ্যে এক সমাজকর্মী জেনিন পিয়ারসন অবসরপ্রাপ্ত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ২০২২ সালে 23andMe না দেওয়া পর্যন্ত জেনিন ভেবেছিলেন তিনিই বার্টনের একমাত্র সন্তান।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Fertility Doctor becomes father: এত বছর যাঁর সঙ্গে ঘনিষ্ঠ হলেন, তিনি সম্পর্কে কে হন? সত্যি জেনে শিউরে উঠলেন যুবতী
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement