আন্তর্জাতিক চাপ! জঙ্গিনেতা হাফিজ সইদকে জেলে পাঠাল পাকিস্তান

Last Updated:

২০০৮ সালের পর এই প্রথম হাফিজ সইদকে জেলে পাঠাল পাকিস্তান৷ আইনজীবী ইমরান গিল জানিয়েছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য ও বেআইনি সম্পত্তি রাখার অপরাধে হাফিজ সইদকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে৷

#ইসলামাবাদ: ২০০৮ সালের মুম্বই হামলায় মূলচক্রী হাফিজ সইদকে ৫ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত৷ হাফিজ সইদের বিরুদ্ধে অভিযোগ, জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্য করেছে৷ জামাত উদ দাওয়া সংগঠনের প্রধান হাফিজ সইদের চক্রান্তেরই ২০০৮ সালে মুম্বইয়ে হামলা হয়েছিল, মৃত্যু হয়েছিল ১৬৬ জনের৷
২০০৮ সালের পর এই প্রথম হাফিজ সইদকে জেলে পাঠাল পাকিস্তান৷ আইনজীবী ইমরান গিল জানিয়েছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য ও বেআইনি সম্পত্তি রাখার অপরাধে হাফিজ সইদকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে৷
জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তানকে কালো তালিকা বা ধূসর তালিকায় রাখা হবে কিনা, তা নিয়ে প্যারিসে দু দিন পরেই সিদ্ধান্ত নেবে ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স৷ পাক সংবাদপত্র ডন-এর রিপোর্ট অনুযায়ী, দুটি পৃথক মামলায় পাকিস্তানি মুদ্রায় ১৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে জঙ্গিনেতাকে৷
advertisement
advertisement
তার বিরুদ্ধে যে ৬টি জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্যের মামলা রয়েছে, তা একসঙ্গে করে শুনানি হোক৷ গত মঙ্গলবার লাহোরের সন্ত্রাস-বিরোধী আদালত হাফিজের সেই আবেদন মেনে নেয়৷ একই সঙ্গে মামলাগুলির দ্রুত শুনানিরও আবেদন জানায় সে৷
হাফিজ সইদ ছাড়াও জঙ্গি কার্যকলাপে অর্থসাহায্যের অভিযোগ ছিল জাফর ইকবাল, ইয়াহা আজিজ, আব্দুল রহমান মিক্কির বিরুদ্ধে৷ হাফিজের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগে ২৩টি এফআইআর দায়ের করা হয়েছিল৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
আন্তর্জাতিক চাপ! জঙ্গিনেতা হাফিজ সইদকে জেলে পাঠাল পাকিস্তান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement