New Punjab CM Hamza Shehbaz: চরম 'নাটক' শেষে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন পাক প্রধানমন্ত্রীর ছেলে হামজা শেহবাজ!

Last Updated:

Pakistan PM Shehbaz Sharif Son Hamza Shehbaz: ইমরান খানের সরকারের আমলে অর্থ তছরুপ এবং আয়ের অতিরিক্ত অর্থ থাকার মামলায় ২০ মাস জেল খেটেছেন হামজা।

#লাহোর: পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন নয়া পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ছেলে হামজা শেহবাজ। শনিবার জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ লাহোরের গভর্নর হাউসে ৪৭ বছর বয়সী হামজাকে শপথবাক্য পাঠ করান। এইদিন সকালেই, গভর্নর ওমর সরফরাজ চিমা বিদায়ী মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগ প্রত্যাখ্যান করেন এবং তার মন্ত্রিসভা পুনরুদ্ধার করেন। তিনি হামজার নির্বাচনকে সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা করেন। হামজার শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পঞ্জাব পুলিশ তাঁর নিরাপত্তা কর্মীদের কাছ থেকে গভর্নর হাউসের দায়িত্ব নেওয়ার বিষয়েও চিমা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
অনুষ্ঠান চলার সময় চিমা গভর্নর হাউস দখল করা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। “মুখ্যমন্ত্রীর এক ভুয়ো শপথ গ্রহণে নাটক অসাংবিধানিক পদ্ধতিতে সম্পাদিত হয়েছে এবং প্রধান বিচারপতির এইর বিষয়টি দেখা উচিত,” বলেন চিমা। তিনি আরও জানান, এই বিষয়ে রাষ্ট্রপতি আরিফ আলভিকেও চিঠি দেবেন তিনি।
advertisement
advertisement
শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই, পঞ্জাবের মুখ্য সচিব জানান হামজা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার, লাহোর হাইকোর্ট ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকারকে হামজাকে শপথবাক্য পাঠ করাতে নির্দেশ দেয়। এর আগে, আদালত গভর্নর চিমাকে শপথ পাঠ করানোর নির্দেশ দিয়েছিল কিন্তু তিনি হামজার নির্বাচনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন।
হামজাকে ১৬ এপ্রিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়েছিল একটি বিধানসভা অধিবেশন চলাকালীন হিংসার ঘটনায় যেখানে স্পিকার পারভেজ এলাহি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আসিয়া আমজাদ আহত হন। হামজার বাবা এবং প্রধানমন্ত্রী শেহবাজ তিনবার পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইমরান খানের সরকারের আমলে অর্থ তছরুপ এবং আয়ের অতিরিক্ত অর্থ থাকার মামলায় ২০ মাস জেল খেটেছেন। এই প্রথম পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন হামজা।
advertisement
তাঁর বিরুদ্ধে ১৪ বিলিয়ন টাকার আরেকটি আর্থিক দুর্নীতির মামলাও রয়েছে। এই মামলায় তিনি ১৪ মে পর্যন্ত গ্রেফতার-পূর্ব জামিনে রয়েছেন, জানিয়েছেন ক্ষমতাসীন পিএমএল-এনের এক বরিষ্ঠ নেতা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
New Punjab CM Hamza Shehbaz: চরম 'নাটক' শেষে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন পাক প্রধানমন্ত্রীর ছেলে হামজা শেহবাজ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement