Gold: হঠাৎ মিলল খোঁজ, নড়েচড়ে বসল চিন! খনি ভর্তি 'গুপ্তধন'! পরিমাণ শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

Gold: পূর্ব চিনের শ্যানডং প্রদেশ সে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। শ্যানডঙের মাটিতেই লুকিয়ে চিনের এই গুপ্তধন।

বেজিং: চিনে সোনার নতুন একটি খনি আবিষ্কৃত হয়েছে। এতে বিপুল পরিমাণ সোনা রয়েছে বলে জানা গেছে। এর ফলে চিনে সোনার ভাণ্ডার আরও সমৃদ্ধ হল। নতুন খনিতে ৫০ টন সোনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব চিনের শ্যানডং প্রদেশেই হদিশ মিলেছে ওই বহুমূল্য ধাতুর। উল্লেখ্য, শ্যানডং রীতিমতো খনিজ পদার্থে সমৃদ্ধ একটি এলাকা। ওই প্রদেশে সোনার একাধিক খনিও রয়েছে। তবে, এবার সেখানেই আরও একটি সোনার খনির খোঁজ মিলল।
পূর্ব চিনের শ্যানডং প্রদেশ সে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। শ্যানডঙের মাটিতেই লুকিয়ে চিনের এই গুপ্তধন। উল্লেখযোগ্য বিষয় হল, নতুন সন্ধান পাওয়া ওই খনিটি শ্যানডঙের রুশান এলাকায় থাকা এখনও পর্যন্ত বৃহত্তম স্বর্ণখনি হিসেবেও বিবেচিত হয়েছে।
advertisement
advertisement
মূলত, শ্যানডঙের ওই এলাকায় নতুন খনির সন্ধান যে মিলতে পারে, তা আগে থেকেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দীর্ঘ ৮ বছর যাবৎ পর্যবেক্ষণের পর ওই খনির খোঁজ পাওয়া যায়। শ্যানডঙের ওই সোনার খনির নাম শিলাওকোউ খনি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিলাওকোউ খনিতে অপরিশোধিত অবস্থায় যে সোনা রয়েছে, তা অত্যন্ত উচ্চ মানের। সহজেই তা পরিশোধন করে কাজে লাগানো যাবে।
advertisement
প্রসঙ্গত, চিনে সোনার অভাব নেই। এই দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অজস্র সোনার খনি। প্রকৃতি যেন দু’হাত খুলে সোনাদানায় ভরিয়ে দিয়েছে চিনকে। দেশের অর্থনীতির উন্নয়নেও এই হলুদ ধাতুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পরিস্থিতিতে এত বড় নতুন সোনার খনি মেলা চিনের জন্য বিশেষ ইতিবাচক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Gold: হঠাৎ মিলল খোঁজ, নড়েচড়ে বসল চিন! খনি ভর্তি 'গুপ্তধন'! পরিমাণ শুনলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement