Whale Swallows Man: বাবার চোখের সামনে ছেলেকে গিলে নিল বিশাল তিমি! এর পরই যা ঘটল,অবিশ্বাস্য

Last Updated:

গত শনিবার দক্ষিণ চিলের ম্যাগেলান প্রণালীর সান ইসিদ্রো লাইট হাউজের কাছে এই ঘটনাটি ঘটে৷ তিমিটি যখন প্রথমে জল থেকে মাথা তুলছে, তখন বড় কোনও ঢেউ আসছে ভেবে ভুল করেছিলেন ওই যুবকের বাবা৷

মাঝ সমুদ্রে যুবককে গিলে খাচ্ছে তিমি! ছবি- এক্স থেকে
মাঝ সমুদ্রে যুবককে গিলে খাচ্ছে তিমি! ছবি- এক্স থেকে
সান্তিয়াগো: মাঝ সমুদ্রে কায়াক নৌকা নিয়ে ঘুরছিলেন যুবক৷ ছেলের ভিডিও তুলছিলেন কিছুটা দূরে থাকা যুবকের বাবা৷ আচমকাই ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য৷ সমুদ্রের নীচ আচমকা মাথা তুলে নৌকা সমেত ওই যুবককে গিলে খেল একটি বিশালাকৃতির তিমি মাছ৷ হাড় হিম করে দেওয়া এই ঘটনা ঘটেছে চিলের বাহিয়া এল আগুইলাতে৷
শিউড়ে ওঠা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান ছেলেটির বাবা এবং অন্যান্যরা৷ অসহায়ের মতো চিৎকার করতে থাকেন তাঁরা৷ কিন্তু তার পর মুহূর্তেই আরও বড় অপেক্ষা করছিল সবার জন্য৷
advertisement
কারণ গিলে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকা সমেত ওই যুবককে ফের উগরে দেয় তিমিটি৷ ফলে তিমির পেটে গিয়েও আশ্চর্যজনক ভাবে রক্ষা পান ওই যুবক৷ কোনওক্রমে সাঁতরে নিরাপদ দূরত্বে চলে আসেন ওই যুবক৷
advertisement
advertisement
গত শনিবার দক্ষিণ চিলের ম্যাগেলান প্রণালীর সান ইসিদ্রো লাইট হাউজের কাছে এই ঘটনাটি ঘটে৷ তিমিটি যখন প্রথমে জল থেকে মাথা তুলছে, তখন বড় কোনও ঢেউ আসছে ভেবে ভুল করেছিলেন ওই যুবকের বাবা৷ যদিও পর মুহূর্তেই ভুল ভাঙে তাঁর৷ এর পরে ওই যুবককে তিমিটি উগরে দেওয়ার পর ছেলেকে শান্ত থাকারও পরামর্শ দিতে শোনা যায় ডেলকে৷
advertisement
আদ্রিয়ান সিমানকাস নামে ওই যুবক জানিয়েছেন, তিমিটি তাঁকে গিলে নেওয়ার পর বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি৷ সিএনএন-কে আদ্রিয়ান বলেছেন, আমার মনে হচ্ছিল আমি তিমি মাছটি আমায় গিলেই নিয়েছে৷ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আদ্রিয়ান বুঝতে পারেন লাইফ জ্যাকেটের সৌজন্য আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠছেন তিনি৷
আদ্রিয়ান ভেবেছিলেন হয়তো বাবাকে নিয়ে তিনি আর সমুদ্রের পাড়ে পৌঁছতে পারবেন না৷ যদিও শেষ পর্যন্ত নিরাপদেই ফিরে আসেন দু জনে৷ তবে বাবা-ছেলে দু জনেই জানিয়েছেন, ভবিষ্যতে ফের কায়াকিং করতে যাবেন তাঁরা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Whale Swallows Man: বাবার চোখের সামনে ছেলেকে গিলে নিল বিশাল তিমি! এর পরই যা ঘটল,অবিশ্বাস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement