Whale Swallows Man: বাবার চোখের সামনে ছেলেকে গিলে নিল বিশাল তিমি! এর পরই যা ঘটল,অবিশ্বাস্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত শনিবার দক্ষিণ চিলের ম্যাগেলান প্রণালীর সান ইসিদ্রো লাইট হাউজের কাছে এই ঘটনাটি ঘটে৷ তিমিটি যখন প্রথমে জল থেকে মাথা তুলছে, তখন বড় কোনও ঢেউ আসছে ভেবে ভুল করেছিলেন ওই যুবকের বাবা৷
সান্তিয়াগো: মাঝ সমুদ্রে কায়াক নৌকা নিয়ে ঘুরছিলেন যুবক৷ ছেলের ভিডিও তুলছিলেন কিছুটা দূরে থাকা যুবকের বাবা৷ আচমকাই ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য৷ সমুদ্রের নীচ আচমকা মাথা তুলে নৌকা সমেত ওই যুবককে গিলে খেল একটি বিশালাকৃতির তিমি মাছ৷ হাড় হিম করে দেওয়া এই ঘটনা ঘটেছে চিলের বাহিয়া এল আগুইলাতে৷
শিউড়ে ওঠা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান ছেলেটির বাবা এবং অন্যান্যরা৷ অসহায়ের মতো চিৎকার করতে থাকেন তাঁরা৷ কিন্তু তার পর মুহূর্তেই আরও বড় অপেক্ষা করছিল সবার জন্য৷
advertisement
কারণ গিলে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকা সমেত ওই যুবককে ফের উগরে দেয় তিমিটি৷ ফলে তিমির পেটে গিয়েও আশ্চর্যজনক ভাবে রক্ষা পান ওই যুবক৷ কোনওক্রমে সাঁতরে নিরাপদ দূরত্বে চলে আসেন ওই যুবক৷
advertisement
Adrian Simancas, 24, was briefly swallowed by a humpback whale while kayaking with his father, Dell, off Punta Arenas, Chile. The whale emerged from the water, engulfing Adrian & his kayak. He was then spat out back into the sea
📣Not sure why, but this reminds me of my wife… pic.twitter.com/qdoKdVYPbh
— True Crime Updates (@TrueCrimeUpdat) February 13, 2025
advertisement
গত শনিবার দক্ষিণ চিলের ম্যাগেলান প্রণালীর সান ইসিদ্রো লাইট হাউজের কাছে এই ঘটনাটি ঘটে৷ তিমিটি যখন প্রথমে জল থেকে মাথা তুলছে, তখন বড় কোনও ঢেউ আসছে ভেবে ভুল করেছিলেন ওই যুবকের বাবা৷ যদিও পর মুহূর্তেই ভুল ভাঙে তাঁর৷ এর পরে ওই যুবককে তিমিটি উগরে দেওয়ার পর ছেলেকে শান্ত থাকারও পরামর্শ দিতে শোনা যায় ডেলকে৷
advertisement
আদ্রিয়ান সিমানকাস নামে ওই যুবক জানিয়েছেন, তিমিটি তাঁকে গিলে নেওয়ার পর বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি৷ সিএনএন-কে আদ্রিয়ান বলেছেন, আমার মনে হচ্ছিল আমি তিমি মাছটি আমায় গিলেই নিয়েছে৷ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আদ্রিয়ান বুঝতে পারেন লাইফ জ্যাকেটের সৌজন্য আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠছেন তিনি৷
আদ্রিয়ান ভেবেছিলেন হয়তো বাবাকে নিয়ে তিনি আর সমুদ্রের পাড়ে পৌঁছতে পারবেন না৷ যদিও শেষ পর্যন্ত নিরাপদেই ফিরে আসেন দু জনে৷ তবে বাবা-ছেলে দু জনেই জানিয়েছেন, ভবিষ্যতে ফের কায়াকিং করতে যাবেন তাঁরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 2:18 PM IST