রাশিয়াকে রাগিয়ে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দিতে নারাজ জার্মানি, ফের হুমকি পুতিনের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Germany reluctant to help Ukraine with modern Leopard 2 tanks despite pressure from NATO. পুতিনের ভয়ে কাঁপছে জার্মানি, ইউক্রেনকে সাহায্য না করার সিদ্ধান্ত
#কিভ: একদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছিলেন ভ্লাদিমির পুতিন বেঁচে আছেন কিনা। তার আশঙ্কা মূল্যহীন সেটা প্রতিদিন প্রমাণ করে চলেছে রাশিয়া। ইস্কান্দার, কিনঝাল মিসাইল ছাড়াও ফসফরাস বোমা ব্যবহার করছে রাশিয়া। রাশিয়ায় গ্যাসের উপর জার্মানির নির্ভরতা রয়েছে যথেষ্টই।
তাই নেটোর সদস্য দেশ হয়েও ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহে এখনও সম্মত হয়নি তারা। জার্মান বিদেশ দফতর জানিয়েছে, তাদের মিত্র দেশগুলির মধ্যে ঐকমত্য হলে ইউক্রেনে লেপার্ড পাঠানো যাবে। জো বাইডেন সরকার সে দেশের সেরা সাঁজোয়া গাড়ি স্ট্রাইকার দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশের অনুরোধ সত্ত্বেও তাদের তৈরি লেপার্ড ট্যাঙ্ক কিভে পাঠাতে নারাজ জার্মানি।
advertisement
আরও পড়ুন - চিন সীমান্তে হঠাৎ উত্তেজনা! ড্রাগনকে ঠান্ডা রাখতে বিমান মহড়ার অনুশীলন শুরু ভারতের!
লেপার্ড হাতে পেলে ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর পক্ষে রুশ টি-৯০ ট্যাঙ্কের মোকাবিলা করা অনেক সহজ হত। লেপার্ডের ১২০ মিলিমিটারের দূরপাল্লার এল-৩০ কামান বিধ্বংসী হামলা চালাতে পারতে রুশ ফৌজের উপর। পাশাপাশি, এই ট্যাঙ্কের এল৩৭এ২ বিমান বিধ্বংসী স্বয়ংক্রিয় কামান (অটোক্যানন) রুশ ড্রোন হামলারও মোকাবিলা করতে পারত।
advertisement
advertisement
শত্রুর উপর প্রতি আক্রমণেও এই সাঁজোয়া যান দক্ষ। এই প্রথম ইউক্রেন সেনাকে স্ট্রাইকার দিচ্ছে ওয়াশিংটন। পোল্যান্ডর কাছে লেপার্ড ট্যাংক থাকলেও তারা সেই অস্ত্র পাঠাতে পারবে না ইউক্রেনে। কারণ সে ক্ষেত্রে জার্মানির অনুমতির প্রয়োজন আছে।
German Defence Minister denies Germany is blocking Leopard tank deliveries to Ukraine by other countries. If true this is hugely important. Poland was threatening to send Leopards without German permission and now Germany seems to be saying "no problem".https://t.co/WbZAUndApE
— Derrick Wyatt's Law and Politics Blog (@BlogWyatt) January 20, 2023
advertisement
তাছাড়া রাশিয়া স্পষ্ট করে দিয়েছে পশ্চিম দেশগুলো যত বেশি আধুনিক হাতিয়ার দেবে ইউক্রেনকে, ততই পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাবে। রাশিয়া এখনও নিজেদের ক্ষমতার অর্ধেক ব্যবহার করেনি, ইউক্রেন যুদ্ধে। সেটা করতে চায় না তারা। কিন্তু পশ্চিম দেশগুলোর রাশিয়া বিরোধিতা আর কতদিন মস্কো সহ্য করবে এর গ্যারান্টি নেই।
রাশিয়ার ঝুলিতে এমন অনেক হাইপারসনিক মিসাইল এবং আধুনিক অস্ত্র রয়েছে যা আমেরিকা এবং ইউরোপের সব দেশের নেই। তাই ইউক্রেনকে শক্তিশালী লেপার্ড ট্যাংক দিয়ে নিজেদের বিপদ ডেকে আনতে রাজি নয় জার্মানি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2023 5:17 PM IST