South Korea Plane crash: ১৮১ জন আরোহী নিয়ে ভেঙে পড়ল বিমান... ছিটকে গেল রানওয়ে থেকে, মৃত প্রায় ৮৫... দক্ষিণ কোরিয়ায় সাংঘাতিক দুর্ঘটনা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সিওল: কাজাখস্তানের পর এ বার দক্ষিণ কোরিয়া। ১৮১ জনকে নিয়ে মুয়ান বিমানবন্দর থেকে ভেঙে পড়ল বিমান। সূত্রের খবর, রানওয়ের উপরেই নিয়ন্ত্রণ হারান পাইলট। মুহূর্তে তাতে আগুন ধরে যায় বিমানে। সেই ভিডিও ইতিমধ্যে ছড়িয়েও পড়েছে সমাজ মাধ্যমে। এখনও পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বাকিদের উদ্ধারের কাজ চলছে।
সূত্রের খবর, থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইট ২২১৬ বিমানটি। হঠাৎ রানওয়েতেই নিয়ন্ত্রণ হারায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি দ্রুতগতিতে রানওয়ে স্পর্শ করার পরেই দিক বদলে সরে যেতে থাকে। তারপরেই প্রবল আগুন, কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল কাজ করছে।
advertisement
advertisement
BREAKING: Video shows crash of Jeju Air Flight 2216 in South Korea. 181 people on board pic.twitter.com/9rQUC0Yxt8
— BNO News (@BNONews) December 29, 2024
advertisement
বড়দিনের দিনেই বড়সড় দুর্ঘটনা হয় কাজাখস্তানে। সেখানেও ভেঙে পড়েছিল যাত্রিবাহী বিমান।বিমানে ৬৭টি জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই আরও এক ভয়াবহ দুর্ঘটনা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 29, 2024 8:39 AM IST