Fire in Russian Plane: তুরস্কে অবতরণের সময় রাশিয়ান প্লেনের ইঞ্জিনে আগুন! দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Fire in Russian Plane: এয়ারপোর্ট হাবার নিউজ ওয়েবসাইটে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, গভীর রাত পর্যন্ত বিমানের ইঞ্জিন থেকে আগুন এবং ধোঁয়া বেরোচ্ছে।
আনকারা: ভয়াবহ ঘটনা তুরস্কে। রাশিয়ার একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় সেখানে। কপাল ভাল, এত বড় দুর্ঘটনায় সেভাবে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি৷
তুরষ্কের পরিবহন মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, দক্ষিণ তুরস্কের আন্টালিয়া বিমানবন্দরে রবিবার অবতরণের পর একটি রাশিয়ান-তৈরি যাত্রীবাহী প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়।
advertisement
মন্ত্রণালয় জানিয়েছে, ইঞ্জিনে আগুন লেগে যাওয়া বিমানটিকে সড়ানোর জন্য রাত তিনটে পর্যন্ত বাকি বিমানগুলির অবতরণ স্থগিত রাখা হয়েছিল৷
advertisement
অজিমুথ এয়ারলাইন্স পরিচালিত এবং রাশিয়ার ব্ল্যাক সি রিসোর্ট সোচি থেকে আসা সুখোই সুপারজেট ১০০ যাত্রীবাহী বিমানটির ৮৯ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এয়ারপোর্ট হাবার নিউজ ওয়েবসাইটে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, জরুরি ইউনিটগুলি আগুন লেগে যাওয়ার খবর পেতেই দ্রুত এয়ারপোর্টে পৌঁছায়৷ গভীর রাত পর্যন্ত বিমানের ইঞ্জিন থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গিয়েছে।
advertisement
ঘটনার পর পরিবহন মন্ত্রণালয় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যায়, বিমানের নিচে ফায়ার এক্সটিংগুইশিং ফোম ছড়ানো হয়েছে এবং দমকলকর্মীরা বামদিকের ইঞ্জিন ঠাণ্ডা করার জন্য স্প্রে চালিয়ে যাচ্ছেন।
অজিমুথ এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি খারাপ আবহাওয়ার কারণে কঠিন পরিস্থিতিতে অবতরণ করেছিল। রাশিয়ার ফেডারেল এভিয়েশন অথরিটি, রোসাভিয়াটসিয়া, এই ঘটনার তদন্ত শুরু করেছে।
Soçi-Antalya seferini yapan SU95 tipi, AZO5051 URSS Icao kodlu uçakta, Antalya Havalimanı 36R pistine indikten sonra, motor yangını meydana gelmiştir.
ARFF ekiplerimizin hızlı müdahalesi sonucu yolcular tahliye edilmiş, yangın başarılı bir operasyonla söndürülmüştür. Pist saat… pic.twitter.com/2uJs8xFn8r
— Enes Çakmak (@ecakmakdhmi) November 24, 2024
advertisement
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, উড়োজাহাজটি সাত বছর পুরনো। সঠিক পরিচর্যার অভাবেই ইঞ্জিনটিতে আগুন লেগে গিয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 7:19 PM IST