Man Kills Wife: বউকে গলা টিপে খুন, গাড়ির ডিকিতে লাশ গুঁজে পালাল বর! জানুন হাড়হিম করা ঘটনা
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Man Kills Wife: পূর্ব লন্ডনে একটি গাড়ির ভিতর ২৪ বছর বয়সী মহিলা হর্ষিতা ব্রেলার মৃতদেহ পাওয়া যায়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, তাঁকে গলা টিপে খুন করা হয়েছে৷ বিস্তারিত জানুন...
advertisement
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে৷ পূর্ব মিডল্যান্ডস স্পেশাল অপারেশন্স মেজর ক্রাইম ইউনিট (ইএমএসওইউ) এর সিনিয়র তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জনি ক্যাম্পবেল বলেছেন, “আমাদের অনুসন্ধানে এটা স্পষ্ট যে, পঙ্কজ লাম্বা ১১ই নভেম্বর সকালে করবী থেকে ইলফোর্ডে একটি সিলভার ভক্সহল করসা গাড়ি চালিয়ে নিয়ে যান। আমরা সন্দেহ করছি যে, হর্ষিতার মৃতদেহ গাড়ির ডিকিতে নিয়েই তিনি করবী ছেড়ে যান। এরপর লাম্বা গাড়িটি ব্রিসবেন রোড, ইলফোর্ডে পরিত্যক্ত জায়গায় রেখে পালিয়ে যান।”
advertisement
ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, “আমরা তথ্যের জন্য আবেদন জানাচ্ছি এবং অনুরোধ করছি যে, যদি কেউ সন্দেহজনক কিছু দেখেছে অথবা পঙ্কজ লাম্বাকে করবী, ইলফোর্ড বা অন্য কোথাও ওই সময়ের মধ্যে দেখে থাকেন, তাহলে দ্রুত পুলিশকে জানাবেন। যে কোনও তথ্য, সে যত ছোটই হোক, তদন্তে সহায়ক হতে পারে এবং হর্ষিতার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে।”
advertisement