Donald Trump Revenge on India: রাশিয়া তো ছুঁতো, এই রাগেই ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প? ফাঁস আসল কারণ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এমনিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক খুবই ভাল৷ ভারতকে আমেরিকার বন্ধু রাষ্ট্র বলেও উল্লেখ করেন ট্রাম্প৷
প্রথমে ২৫ শতাংশ, তার পরে ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে ভারত-মার্কিন সম্পর্ককে রীতিমতো সঙ্কটের মুখে ফেলে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ভারতের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির অজুহাত হিসেবে ট্রাম্প বার বারই রাশিয়াকে শিখণ্ডি করেছেন৷ ভারত রাশিয়ার থেকে কেন তেল কিনছে, সেই প্রশ্নই তুলেই ভারতীয় পণ্যের উপরে শুল্কের হার বাড়িয়ে ৫০ শতাংশ করে দিয়েছেন ট্রাম্প৷
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের পিছনে যতটা না বাণিজ্যিক যুক্তি রয়েছে, তার থেকেও বেশি করে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে৷ কিন্তু ভারতের বিরুদ্ধে কোন রাগ পুষে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট?
এমনিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক খুবই ভাল৷ ভারতকে আমেরিকার বন্ধু রাষ্ট্র বলেও উল্লেখ করেন ট্রাম্প৷ যদিও বিশেষজ্ঞদের দাবি, অপারেশন সিঁদুর পর্বে ভারতের দৃঢ় অবস্থানেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট৷
advertisement
advertisement
অপারেশন সিঁদুরের পর ভারত- পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির কৃতিত্ব নিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি নিজেই দাবি করেছিলেন, দুই দেশের সঙ্গে কথা বলে বড়সড় যুদ্ধ থামিয়ে দিয়েছেন৷ ট্রাম্প বোঝাতে চেয়েছিলেন, ভারতের উপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞার জুজু দেখিয়েই নয়াদিল্লিকে সংঘর্ষবিরতি মানতে বাধ্য করেছেন তিনি৷
ট্রাম্পের এই দাবি প্রথম থেকেই অস্বীকার করেছে ভারত৷ নয়াদিল্লি প্রথম থেকেই বলে আসছিল, পাকিস্তানের পক্ষ থেকেই সংঘর্ষবিরতির প্রস্তাব আসে৷ দু দেশের সেনাকর্তাদের মধ্যে আলোচনার পরই সংঘর্ষবিরতি শুরু হয়েছে৷ এই সিদ্ধান্তের পিছনে তৃতীয় পক্ষের কোনও চাপের প্রশ্নই ওঠে না৷ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে দাঁড়িয়েই বলেন, অপারেশন সিঁদুর থামানোর জন্য কোনও রাষ্ট্রনেতা তাঁকে ফোন করেননি৷ এর পর গোটা বিশ্বের সামনেই মুখ পোড়ে ডোনাল্ড ট্রাম্পের৷
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষবিরতির কৃতিত্ব নয়াদিল্লি তাঁকে নিতে না দেওয়ার কারণেই আঁতে ঘা লেগেছে ডোনাল্ড ট্রাম্পের৷ আর সেই রাগেই ভারতের উপরে শুল্কের হার একধাক্কায় বাড়িয়ে ৫০ শতাংশ করে দিলেন তিনি৷
#WATCH | Washington DC | On being asked about why President Trump is not punishing China, but targeting India (for Russian imports), Director of the South Asia Institute at the Wilson Center, Michael Kugelman says, “…China has not stood out there and refused to let President… pic.twitter.com/OkDwhu7S7t
— ANI (@ANI) August 6, 2025
advertisement
প্রশ্ন উঠছে, চিন রাশিয়ার থেকে অনেক বেশি পরিমাণে জ্বালানি কিনলেও কেন ভারতকেই নিশানা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প? দক্ষিণ এশিয়া এবং বিদেশনীতি বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘ভারত-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে এই পরিস্থিতি অন্যতম বড় সঙ্কট৷ তাঁর কথায়, চিন তো ট্রাম্পের দাবির বিরোধিতা করে সংঘর্ষবিরতির কৃতিত্ব কেড়ে নেয়নি৷ চিনের প্রেসিডেন্ট তো আর ট্রাম্পের সঙ্গে ফোনে দীর্ঘ কথোপকথনে বলেননি যে কোনটা ঠিক আর কোনটা ভুল৷ আমার মনে হয় এগুলিই ভারতের বিপক্ষে গিয়েছে৷ সেই কারণেই নিজের যাবতীয় রাগ ভারতের উপরে উগরে দিয়েছেন প্রেসিটডেন্ট ট্রাম্প৷ আমেরিকার বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও বেছে বেছে ভারতের উপরেই এই কঠোর শর্ত আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ এটাকে আপনি দ্বিচারিতা বলতেই পারেন৷’
advertisement
মার্কিন এই বিশেষজ্ঞের বিশ্লেষণ থেকেই পরিষ্কার অপারেশন সিঁদুরের পরবর্তী সংঘর্ষবিরতির কৃতিত্ব নিতে না পেরেই ভারতের উপরে চটেছেন ডোনাল্ড ট্রাম্প৷ একই প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন বিদেশসচিব কানওয়াল সিবল৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন, বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে তিনি ভারতকে সংঘর্ষবিরতিতে বাধ্য করেছেন, ট্রাম্প এই দাবি করার পরেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে তাঁকে বললেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 10:28 AM IST