Elon Musk: পৃথিবীর ধনীতম ব্যক্তির স্বপ্ন শেষ, মাঝ আকাশে ভেঙে পড়ল স্টারশিপ! তুমুল ব্যাহত বিমান পরিষেবা

Last Updated:

Elon Musk: মাঝ আকাশে এই স্টারশিপের ভেঙে পড়ার কারণ হিসেবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, উৎক্ষেপণের পর, আচমকা স্টারশিপের একাংশের যন্ত্রাংশ বিকল হয়ে যায়।

ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
নিউ ইয়র্ক: তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি। তাঁর লক্ষ্য চাঁদের জমিতে মানুষের পদার্পণ করানো। আর চাঁদের ঘরে মানুষ পাঠাতেই গত কয়েকবছর ধরে পরীক্ষানিরীক্ষা করে চলেছে এলন মাস্কের স্পেসএক্স সংস্থা। ২০২৩ থেকেই এই স্টারশিপ প্রকল্প চলছে স্পেসএক্স-এর। ইতিমধ্যে ছ’টি স্টারশিপ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এবার ছিল সপ্তম স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ। কিন্তু সেই উৎক্ষেপণ সফল হল না।
সব পরিকল্পনা আগে থেকেই সারা হয়ে থাকলেও প্রক্রিয়ার মাঝেই ঘটল বিপত্তি। পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রায় সাত মিনিটের মাথায় মাঝ আকাশে ভেঙে পড়ল সপ্তম স্টারশিপ। ইতিমধ্যেই ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইলন মাস্কের স্বপ্নের স্টারশিপ জ্বলন্ত অবস্থায় নেমে আসছে পৃথিবীর দিকে।
advertisement
advertisement
মাঝ আকাশে এই স্টারশিপের ভেঙে পড়ার কারণ হিসেবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, উৎক্ষেপণের পর, আচমকা স্টারশিপের একাংশের যন্ত্রাংশ বিকল হয়ে যায়। যন্ত্রগুলি নিজেদের মধ্যে সমন্বয় চালাতে না পারার কারণেই সেটি ভেঙে পড়ে। আর এর জেরে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়। ঘুরিয়ে দিতে হয় অন্তত ২০টি বিমান। তবে গোটা ব্যর্থতাকে বেশ মজার ছলেই নিয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক।
advertisement
এই বিপত্তির কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় মাস্ক নিজে জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উড়ানের ইঞ্জিন ফায়ারওয়ালের উপরে গহ্বরে আমাদের অক্সিজেন/জ্বালানি লিক করছিল, যা ভেন্ট ক্ষমতার উপর অতিরিক্ত চাপ তৈরি করার জন্য যথেষ্ট। স্পষ্টতই পরবর্তীকালে লিকের জন্য অন্তত দু’ বার পরীক্ষা করা হবে।‘ আরও কী কী গ্রহণীয় পদক্ষেপ, সেই বিষয়েও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মাস্ক স্বপ্নের স্টারশিপ ভেঙে পড়ার পর লিখেছেন, ‘সফলতা অনিশ্চিত, কিন্তু বিনোদন নিশ্চিত।‘
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Elon Musk: পৃথিবীর ধনীতম ব্যক্তির স্বপ্ন শেষ, মাঝ আকাশে ভেঙে পড়ল স্টারশিপ! তুমুল ব্যাহত বিমান পরিষেবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement