Japan Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা! প্রবল চাঞ্চল্য
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
এই কম্পনের উৎস পূর্ব উপকূলীয় জাপানের দক্ষিণ প্রধান দ্বীপ কিউসু-এর ৩০ কিলোমিটার গভীরে। ইতিমধ্যেই গোটা দেশজুড়েই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ওই দুই উপকূলীয় দ্বীপ অঞ্চলকে। আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছে, এই ভূমিকম্পের পরবর্তী সময়ে সুনামি আছড়ে পড়তে পারে জাপানের ওই দক্ষিণ কিউসু এবং তার নিকটবর্তী অঞ্চল সিককোকু অঞ্চলে। সেক্ষেত্রে ঢেউয়ের উচ্চতা গিয়ে দাঁড়াবে ৩.৩ ফুট।
টোকিও: আবারও ভয়াবহ ভূমিকম্পে দুলে উঠল জাপান, জারি হল সুনামি সতর্কতা। বৃহস্পতিবার, জাপানের দক্ষিণ উপকুলে একটি শক্তিশালী ভূকম্পন অনুভুত হয়। এর সঙ্গেই সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।
জাপানের আবাহাওয়া দফতর অনুযায়ী জানান হয়েছে, এই কম্পনের অভিঘাত রিখটার স্কেলে প্রায় ৬.৯। এই কম্পনের উৎস পূর্ব উপকূলীয় জাপানের দক্ষিণ প্রধান দ্বীপ কিউসু-এর ৩০ কিলোমিটার গভীরে।
ইতিমধ্যেই গোটা দেশজুড়েই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ওই দুই উপকূলীয় দ্বীপ অঞ্চলকে। আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছে, এই ভূমিকম্পের পরবর্তী সময়ে সুনামি আছড়ে পড়তে পারে জাপানের ওই দক্ষিণ কিউসু এবং তার নিকটবর্তী অঞ্চল সিককোকু অঞ্চলে। সেক্ষেত্রে ঢেউয়ের উচ্চতা গিয়ে দাঁড়াবে প্রায় ৩.৩ ফুট।
advertisement
advertisement
এর আগে, বহুবার ভূমিকম্পে এবং সুনামিতে ধ্বস্ত হয়েছে এই সূর্যোদয়ের দেশ। ২০১১ সালের ৯ই মে ভূমিকম্প পরবর্তী সুনামিতে তছনছ হয়ে গেছিল গোটা জাপান। রিখটার স্কেলে প্রায় ৯- ৯.১ মাত্রার অতিশক্তিশালী ভূমিকম্পে বারবার কেঁপে ওঠার পরেই, জারি হয়েছিল সুনামি সতর্কতা। একের পর এক আকাশচুম্বী ঢেউয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল জাপান। একের পর এক শহর ধ্বংস হয়ে যায়। খেলনার মতন ভেসে যায় গাড়ি। মারা যান বহু মানুষ। পারমাণবিক চুল্লিতে জল ঢুকে গিয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০১১ সালের এই সুনামিকে এই শতাব্দীর সবথেকে খারাপ প্রাকৃতিক দুর্যোগ হিসাবেই মনে করেন জাপানবাসীরা।
advertisement
তাই এই ভূমিকম্পের পরবর্তীতেও সুনামির সতর্কতা জারি হওয়ার ফলে চিন্তার ভাঁজ গভীর হয়েছে জাপানবাসীর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 2:43 PM IST