Durga Puja 2022: প্রবাসেও দুই বাংলার বাঙালিদের মা দুর্গা বরণ! ক্যালিফোর্নিয়ায় ভরপুর উৎসবের আমেজ

Last Updated:

Durga Puja 2022: দুর্গাপুজো এক মিলন উৎসব। যে উৎসবে এক হয়ে যায় বাঙালি, অবাঙালি। এক হয়ে যায় এপার ওপার আর সাত সমুদ্র তেরো নদীর পারও! ঠিক সেইভাবেই সুদূর আমেরিকায় বাঙালিদের প্রবাসী পুজোর আয়োজন করে আসছে ক্যালিফোর্নিয়ার সনাতন বেঙ্গলি সোসাইটি।

বিজেপি-র পুজোর থিমেও রাজনীতি৷
বিজেপি-র পুজোর থিমেও রাজনীতি৷
ক্যালিফোর্নিয়া : দুর্গাপুজো এক মিলন উৎসব। যে উৎসবে এক হয়ে যায় বাঙালি, অবাঙালি। এক হয়ে যায় এপার ওপার আর সাত সমুদ্র তেরো নদীর পারও! ঠিক সেইভাবেই সুদূর আমেরিকায় বাঙালিদের প্রবাসী পুজোর আয়োজন করে আসছে ক্যালিফোর্নিয়ার সনাতন বেঙ্গলি সোসাইটি।
সনাতন বেঙ্গলি সোসাইটি একটি সামাজিক-সাংস্কৃতিক, এবং মানবিক অ-লাভজনক সংস্থা যা মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু বাংলাদেশি এবং ভারতীয় বাঙালি সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রা শুরু করেছিল ২০১০ সালে। উদ্যোক্তাদের কথায়, "আমাদের সংগঠন ভবিষ্যৎ প্রজন্মের জন্য হিন্দু সংস্কৃতিকে সংরক্ষণ করে, বাঙালি জেনারেশন নেক্সট এর মধ্যে দেশীয় মূল্যবোধ ও দেশপ্রেমবোধ সজাগ রাখতে সাহায্য করে চলেছে।"
advertisement
ক্যালিফোর্নিয়ার সনাতন বেঙ্গলি সোসাইটি ক্যালিফোর্নিয়ার সনাতন বেঙ্গলি সোসাইটি
advertisement
মূলত দক্ষিণ ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই সংগঠন এই বছর দ্বাদশতম দুর্গাপূজা উদযাপন করছে। ২৩, ২৪ সেপ্টেম্বর এই পুজো আয়োজন করা হয়েছে। Covid19-এর পর আবারও আনন্দ ও উৎসবের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পেরে উত্তেজনার পারদ অন্যান্য বছরের থেকে বেশ কয়েকগুণ বেশি। তাই পুজো ঘিরে আনন্দ ও উন্মাদনারও কোনও কমতি নেই। পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। আর এই সপ্তাহশেষেই পুজো বলে এখন তো আর সময় নেই হাতে। তাই জোরকদমে চলছে শেষ মুহূর্তের রূপটান।
advertisement
এই বছর সনাতন বেঙ্গলি সোসাইটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনাতে আসছেন কলকাতার সারেগামাপা জয়ী শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য (সা রে গা মা পা চ্যাম্পিয়ন-2019)। সঙ্গে থাকছে তাঁর ব্যান্ড।
advertisement
এই বছর না হলেও আগামী বছর সনাতন বেঙ্গলি সোসাইটি তাঁদের মাতৃ আরাধনায় বরণ করে নিতে চলেছে মা দুর্গার নতুন প্রতিমা। বর্তমান মা দুর্গা প্রতিমার বিসর্জন কীভাবে করা যায় তা নিয়েও চলছে ভাবনা চিন্তা। প্রবাসে দেশি পুজোর আমেজ, ভাতৃত্ববোধ ও বাংলার চিরায়ত সাংস্কৃতিক আর মূল্যবোধের মেলবন্ধন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Durga Puja 2022: প্রবাসেও দুই বাংলার বাঙালিদের মা দুর্গা বরণ! ক্যালিফোর্নিয়ায় ভরপুর উৎসবের আমেজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement