Home /News /international /
‘বাহুবলি’ সেজে ভারতে আসছেন ট্রাম্প? ট্যুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট

‘বাহুবলি’ সেজে ভারতে আসছেন ট্রাম্প? ট্যুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট

আর চব্বিশ ঘণ্টার মধ্যেই ভারতের মাটি ছোঁবে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান।

 • Share this:

  #নয়াদিল্লি: আসছেন ডোনাল্ড ট্রাম্প। আর চব্বিশ ঘণ্টার মধ্যেই ভারতের মাটি ছোঁবে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান। এয়ার ফোর্স ওয়ান। কিন্তু ভারতে পা রাখার আগেই, ভারতের রঙে রেঙে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আর তাই তো একেবারে ‘বাহুবলি’ স্টাইলে এদেশে এন্ট্রি নিতে চলেছেন তিনি ৷ ব্যাপারটা কি ?

  সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তাঁর ট্যুইটারে শেয়ার করেছেন একটি ট্যুইট ভিডিও ৷ যে ভিডিওতে দেখা গিয়েছে এ দশকের ভারতীয় চলচ্চিত্রে সাড়া জাগানো ছবি ‘বাহুবলি’র একটি ছোট্ট দৃশ্য ৷ আর সেই ছোট্ট দৃশ্যেই দেখা গেল ফটোশপের এডিটিংয়ের সাহায্যে ‘বাহুবলি’ ছবির নায়ক প্রভাসের মুখে বসানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মুখ ৷ এমনকী, ব্যাক গ্রাইন্ডে বেজে উঠেছে ‘বাহুবলি’ ছবির গান ৷

  এই ভিডিওটি ট্রাম্প নিজের ট্যুইটারে শেয়ার করে লিখলেন, ‘অধীর অপেক্ষায় বসে আসি, ভারতে থাকা আমার সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার জন্য ৷ ’

  দেখুন ট্রাম্পের সেই ট্যুইট---

  Published by:Akash Misra
  First published:

  Tags: Bahubali, Donald Trump, India Tour, Trump India Tour, Tweet, Video

  পরবর্তী খবর