Donald Trump: আমেরিকার নাগরিকত্ব পাওয়া এখন আরও 'দামি', ট্রাম্প জমানায় সামনে এল 'গোল্ড কার্ড'-এর! নাগরিকত্বের 'দাম' এবার ৪৩ কোটি!

Last Updated:

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নানান বিষয়েই বিভিন্ন পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। সেইভাবেই আমেরিকার অভিবাসন নীতিতেই বড়সড় পরিবর্তন আনতে চলেছেন ট্রাম্প।

সামনে এল নতুন কার্ড। অভিবাসীদের জন্য 'গোল্ড কার্ড'-এর ঘোষণা ট্রাম্পের। (প্রতীকী ছবি)
সামনে এল নতুন কার্ড। অভিবাসীদের জন্য 'গোল্ড কার্ড'-এর ঘোষণা ট্রাম্পের। (প্রতীকী ছবি)
নিউ ইয়র্ক: আমেরিকার নাগরিকত্ব পাওয়া এখন আরও ‘দামি’, ট্রাম্প জমানায় সামনে এল ‘গোল্ড কার্ড’-এর! নতুন নীতি ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।
আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নানান বিষয়েই বিভিন্ন পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। সেইভাবেই আমেরিকার অভিবাসন নীতিতেই বড়সড় পরিবর্তন আনতে চলেছেন ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন নীতির কথা ঘোষণা করেছেন।
এই নীতি অনুযায়ী এবার থেকে আমেরিকার নাগরিকত্ব পেতে হলে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা) এই বিপুল পরিমাণ টাকা দিলে তবেই একমাত্র মিলবে ‘গোল্ড কার্ড’ এই কার্ডই আমেরিকার নাগরিকত্বের প্রমাণ। আমেরিকায় এতদিন অভিবাসীরা ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব পেতেন। এবার থেকে সেইক্ষেত্রেই হতে চলেছে আমূল পরিবর্তন। এ বার থেকে চালু হতে চলেছে ‘গোল্ড কার্ড’, এই ‘গোল্ড কার্ড’ হল ‘গ্রিন কার্ড’-এর ‘প্রিমিয়াম সংস্করণ’।
advertisement
advertisement
তাহলে কী গ্রিন কার্ড উঠে যাবে? সেক্ষেত্রে শুধুমাত্র ‘ইবি-৫ ইমিগ্রেন্ট ইনভেস্টর ভিসা প্রোগ্রামের’ থেকে ‘ইবি-৫’ ভিসা বদলে এই ‘গোল্ড কার্ড’ আনা হয়েছে।
আরও পড়ুন: একই রানওয়েতে মুখোমুখি চলে এল ২টি বিমান! তারপর? শিকাগো বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা
এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধা মিলবে, যা আমেরিকার নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে তাঁরা সফল হবেন।”
advertisement
কিন্তু, কবে থেকে এই ‘গোল্ড কার্ড’ চালু হতে পারে? এই প্রসঙ্গে, ট্রাম জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য আমেরিকান কংগ্রেসের অনুমোদনের কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করেন না ট্রাম্প। তবে কী ভাবে এই ‘গোল্ড কার্ড’ পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।
advertisement
আরও পড়ুন: অফিসে এলে বাথরুমে ২ মিনিট সময়,তাতে সারতে হবে টয়লেট হোক পটি,বেশিক্ষণ হলেই বড় টাকা ফাইন
দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকায় অবৈধ ভাবে থাকা অভিবাসীদের নিজের নিজের দেশে পাথনাোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই ভাবেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। এরই সঙ্গে তিনি কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “যে দেশ মার্কিন পণ্যের উপর যত বেশি শুল্ক নেবে, সেই দেশের পণ্যের উপর আমেরিকাও পণ্যের উপর ঠিক ততবেশিই শুল্ক বসাবে।”
advertisement
এর মধ্যেই এ বার ‘গোল্ড কার্ড’ চালু করতে চলেছে আমেরিকায়। এই নতুন কার্ড ঠিক কতটা প্রভাব ফেলে অভিবাসীদের উপর সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: আমেরিকার নাগরিকত্ব পাওয়া এখন আরও 'দামি', ট্রাম্প জমানায় সামনে এল 'গোল্ড কার্ড'-এর! নাগরিকত্বের 'দাম' এবার ৪৩ কোটি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement