Southwest Airlines Plane: একই রানওয়েতে মুখোমুখি চলে এল ২টি বিমান! অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা, শিকাগো বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা!

Last Updated:

Southwest Airlines Flight Narrowly Avoids Collision With Private Jet | কয়েক সেকেন্ড এদিক ওদিক হলেই ঘটে যেত বিরাট মর্মান্তিক দুর্ঘটনা ৷ কিন্তু সাউথওয়েস্ট বিমানের পাইলট ল্যান্ড করার সময়েই বিপদ বুঝে ঠিক সময় ফের বিমান নিয়ে উড়ে যান ৷ কারণ এমনটা না করলে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ এদিন প্রায় অবধারিত ছিল ৷

অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা, শিকাগো বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা! (IMAGE: @MarioNawfal/X)
অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা, শিকাগো বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা! (IMAGE: @MarioNawfal/X)
শিকাগো: ২০২৫ সালের শুরু থেকেই বিমান দুর্ঘটনা যেন লেগেই রয়েছে ৷ আমেরিকায় ফের একটা বড়সড় বিমান দুর্ঘটনা ঘটে যেতে পারত বুধবার ৷ পাইলটের সৌজন্যেই বেঁচে গেল কয়েকশো যাত্রীদের প্রাণ ৷ শিকাগোর বিমানবন্দরে এদিন অবতরণের সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্স এবং একটি প্রাইভেট জেট অত্যন্ত কাছাকাছি চলে আসে ৷ আর কয়েক সেকেন্ড এদিক ওদিক হলেই ঘটে যেত বিরাট মর্মান্তিক দুর্ঘটনা ৷ কিন্তু সাউথওয়েস্ট বিমানের পাইলট ল্যান্ড করার সময়েই বিপদ বুঝে ঠিক সময় ফের বিমান নিয়ে উড়ে যান ৷ কারণ এমনটা না করলে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ এদিন প্রায় অবধারিত ছিল ৷

View this post on Instagram

A post shared by CNN (@cnn)

advertisement
advertisement
শিকাগো বিমানবন্দরে এদিনের এই ঘটনার ভিডিও এখন ভাইরাল ৷ ভিডিওতে দেখা যাচ্ছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি যখন ল্যান্ড করছিল, ঠিক সেই সময়েই ওড়ার জন্য প্রস্তুত হচ্ছিল একটি প্রাইভেট জেট ৷ এবং একই রানওয়েতে চলেও আসে সেটি ৷ কিন্তু বিপদ বুঝে প্রায় মাটি ছুঁয়েও ফের টেক অফ করে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি ৷ সংবাদসংস্থা সিএনএন ইন্টারন্যাশনাল সূত্রে খবর, পরে আবার ফ্লাইট ২৫০৪ বিমানটি ঠিকঠাক ভাবেই শিকাগো বিমানবন্দরে অবতরণ করানো গিয়েছে ৷ তবে এই ঘটনার ভিডিও দেখেই এখন শিউরে উঠছেন প্রত্যেকে ৷ অল্পের জন্য আরও একটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার হাত থেকে এদিন বাঁচলেন যাত্রীরা !
বাংলা খবর/ খবর/বিদেশ/
Southwest Airlines Plane: একই রানওয়েতে মুখোমুখি চলে এল ২টি বিমান! অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা, শিকাগো বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement