Donald Trump Tariff: ২০০% কর! হার্লে-ডেভিডসন নাকি ব্যবসাই করতে পারেনি...ভারতের ‘এক পেশে’ সম্পর্ক নিয়ে ফের ট্রাম্পের ট্যারিফ তোপ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘‘বহু বছর ধরেই ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে এসেছি৷ কিন্তু, এটা একতরফা সম্পর্ক ছিল৷ ভারত আমাদের উপরে বিপুল কর চাপাত৷ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি৷’’
ওয়াশিংটন: ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘একপেশে’ বলে উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্প৷ শুধু তাই নয়, ট্রাম্পের দাবি, এমনটা বছরের পর বছর ধরেই চলে আসছে৷ ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন সংবাদমাধ্যমের সামনে চ্রাম্প দবি করেন, ভারত বরাবর মার্কিনি পণ্যের উপরে ভারী করের বোঝা চাপিয়ে এসেছে৷ ভারতে পারতপক্ষে আমেরিকার কোম্পানিরা ব্যবসাই করতে পারে না৷ এদিকে, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের রমরমা কারবার৷
ট্রাম্পের আরও দাবি, ভারতের শুল্কনীতির জন্য আমেরিকার মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসনকে প্রচুর কর দিতে হয়েছে৷ একটি মোটর বাইকের উপরে নাকি ২০০ শতাংশ কর চাপাত ভারত৷ তাই ওই সংস্থা ব্যবসাই করতে পারত না এখানে৷ যার জেরে এক সময় ভারতেই ম্যান্যুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে বাধ্য হয় ওই সংস্থা৷
advertisement
advertisement
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘‘বহু বছর ধরেই ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে এসেছি৷ কিন্তু, এটা একতরফা সম্পর্ক ছিল৷ ভারত আমাদের উপরে বিপুল কর চাপাত৷ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি৷’’
advertisement
ট্রাম্পের দাবি, আমেরিকা ভারতে তেমন কোনও ব্যবসা করে না৷ ভারতই আমেরিকায় ব্যবসা করত, কারণ, আগের মার্কিন প্রশাসন বোকার মতো তাদের পণ্যের উপরে কোনও কর চাপায়নি৷ এর আগে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়াতেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে একপেশে বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 03, 2025 12:17 PM IST