Donald Trump: প্রেসিডেন্ট পদ থেকে অবসরের ইঙ্গিত! এ কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

Last Updated:

Donald Trump: ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্ভবত আর একবার মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন না। যদিও এর আগে তিনি তৃতীয় মেয়াদের ইঙ্গিত দিয়েছিলেন। মার্কিন সংবিধান অনুযায়ী কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, জানুন বিস্তারিত...

প্রেসিডেন্ট পদ থেকে অবসরের ইঙ্গিত! এ কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
প্রেসিডেন্ট পদ থেকে অবসরের ইঙ্গিত! এ কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি “সম্ভবত” আর একবার হোয়াইট হাউসের জন্য লড়বেন না৷ এই মন্তব্য আগের বিবৃতিতে অবশ্য তিনি তৃতীয়বার নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। CNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন, যেখানে তিনি ভারতের পণ্যের উপর বর্তমান ২৫ শতাংশ ট্যারিফের চেয়েও বেশি শুল্ক আরোপের হুমকি দেন।
যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি আবার নির্বাচন করবেন কি না, তখন তিনি বলেন, “না, সম্ভবত না।” তবে সঙ্গে এ-ও যোগ করেন, “আমি চাই।” অর্থাৎ তিনি চান আরও একবার পদে থেকে কাজ করার, কিন্তু একই সঙ্গে বলে যাচ্ছেন, তিনি সেই কাজ করতেও চান না৷
advertisement
advertisement
যদিও মার্কিন সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না, তবুও ট্রাম্প বারবার এই ঐতিহ্যকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন।
চলতি বছরের মার্চ মাসে NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন যে, এমন কিছু “পদ্ধতি” রয়েছে যার মাধ্যমে তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারেন এবং বলেন যে তিনি “মজা করছেন না।” তখন তিনি বলেন, “অনেকেই চাইছে আমি তা করি। তবে… আমার মতে, এখনও অনেক পথ বাকি। আমি বর্তমানে ফোকাস করছি।”
advertisement
এই বছরের জানুয়ারিতে নেভাদার এক র‍্যালিতে ট্রাম্প তাঁর সমর্থকদের বলেছিলেন, “একবার নয়, দু’বার, তিনবার বা চারবার কাজ করার সুযোগ পেলে সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।” এরপর তিনি যোগ করেন, “না, তা নয়—দু’বার কাজ করাই হবে আমার লক্ষ্য। আগামী চার বছর আমি বিশ্রাম নেব না।”
advertisement
ট্রাম্পের সমর্থকরা, যার মধ্যে তাঁর প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যানন রয়েছেন, তাঁকে আবার প্রেসিডেন্ট পদে লড়ার আহ্বান জানিয়েছেন। এ বছর শুরুর দিকে, টেনেসির রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি ওগলস একটি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব করেন, যাতে ট্রাম্পকে আরেকবার নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া যায়। সিনেট মেজরিটি লিডার জন থুন বলেছেন, ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে।
advertisement
ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের নভেম্বর মাসে পুনঃনির্বাচিত হন এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদ শুরু করেন। যদি তিনি এই মেয়াদ পূর্ণ করেন, তবে ২০২৯ সালের জানুয়ারিতে তাঁর বয়স হবে ৮২ বছর ৭ মাস—যা তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্টে পরিণত করবে।
ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একজন মার্কিন প্রেসিডেন্ট—ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট—দুইবারের বেশি নির্বাচিত হয়েছেন। রুজভেল্ট চারবার নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৪৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। এর পরেই ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানে ২২তম সংশোধনী গৃহীত হয়, যা প্রেসিডেন্টদের দু’বারের বেশি নির্বাচিত হওয়া নিষিদ্ধ করে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: প্রেসিডেন্ট পদ থেকে অবসরের ইঙ্গিত! এ কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement