Donald Trump-Melania Trump: মেলানিয়াকে চুমু খেতে গিয়ে টুপিতে ধাক্কা! শপথগ্রহণ অনুষ্ঠানে অস্বস্তিতে ট্রাম্প, রসিকতায় মজল সোশ্যাল মিডিয়া
- Published by:Pooja Basu
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
সদ্য শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি হাসি মুখে স্ত্রীর দিকে ঘুরে দাঁড়ালেন।
নিউইয়র্ক: “স্বপ্নে কিছুতেই চুমু খেতে পারি না। মাঝখানে নাক চলে আসে।“ ‘থ্রি ইডিয়টস’-এ পিয়া ভেবে পিয়ার দিদিকে এমনটাই বলেছিলেন র্যাঞ্চো ওরফে আমির খান। নাকের বদলে নরুন মানে যদি টুপি থাকে তাহলেও যে এমনটা হতে পারে তার সাক্ষী থাকল ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান।
সদ্য শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি হাসি মুখে স্ত্রীর দিকে ঘুরে দাঁড়ালেন। পাশ্চাত্য সংস্কৃতিতে অভিবাদন জানাতে বা ভালবাসা প্রকাশ করতে গালে চুমু খাওয়াই রীতি। ট্রাম্পও স্ত্রীর গালে চুমু খেতে গিয়েছিলেন। কিন্তু বাদ সাধল বড় টুপি।
advertisement
advertisement
মেলানিয়ার মাথায় ছিল কালো রঙের বড় হ্যাট। সেখানেই আটকে গেলেন ট্রাম্প। বলা ভাল ঠোক্কর খেলেন। গালের বদলে চুমু এসে পড়ল ঘাড়ে। এই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রঙ্গ, রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক ইউজার লিখেছেন, “এখন বুঝলাম কেন মেলানিয়া এত বড় টুপি পরেছেন। যাতে ট্রাম্প চুমু খেতে না পারেন। স্মার্ট মহিলা।“ আরেক ইউজার লিখেছেন, “চুমুর পথে দেওয়াল তুলে দাঁড়াল টুপি! হায়, বড়ই অদ্ভুত দৃশ্য।“
advertisement
আরও পড়ুনDonald Trump: দ্বিতীয়বার হোয়াইট হাউসে ট্রাম্প! আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নিলেন শপথ
অনেকে আবার ট্রাম্প আর মেলানিয়াকে কাল্পনিক সংলাপও লিখেছেন। এক ইউজারের সরস মন্তব্য, “টুপি বলছে, ‘দূর হঠো’।“ আরেকজন লিখেছেন, “ট্রাম্পের ঠোঁট অতটা লম্বা নয়, যাতে মেলানিয়ার গাল পর্যন্ত পৌঁছতে পারে।“ টুপি এদিন নিরাপত্তারক্ষীর কাছ করছিল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
advertisement
এক সোশ্যাল মিডিয়া ইউজার আবার লিখেছেন,“ট্রাম্প মেলানিয়াকে এত বড় টুপি পরতে বারণ করেছিলেন। কিন্তু মেলানিয়া শোনেননি। শেষে ওই টুপিই কাল হয়ে দাঁড়াল।“ আরেকজন লিখেছেন, “ট্রাম্প মেলানিয়াকে চুমু দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু টুপি বাধা দিচ্ছে। বাঁধিয়ে রাখার মতো মুহূর্ত।“ আরেক ইউজার জিজ্ঞেস করেছেন, “এটা কী এয়ার কিস ছিল, যেটা ট্রাম্প মেলানিয়াকে দিলেন?”
advertisement
Donald Trump enters the Capitol Rotunda for his swearing-in ceremony and gives Melania Trump the most awkward air kiss I’ve ever seen.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/XIa5d2zkbs
— Art Candee 🍿🥤 (@ArtCandee) January 20, 2025
ট্রাম্প অবশ্য দ্রুত পরিস্থিতি সামলে নেন। হাসিমুখে মেলানিয়ার পাশে দাঁড়ান। তবে এবারই প্রথম নয়। আগেও এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে ট্রাম্পকে। কয়েকমাস আগে মার্কিন নির্বাচনে জয়ের পর ফ্লোরিডায় ভাষণ দেন ট্রাম্প। সেখানেও উপস্থিত ছিলেন মেলানিয়া। ভাষণের পর স্ত্রীকে আলিঙ্গন করে গালে চুমু খান ট্রাম্প। কিন্তু মেলানিয়া কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন। কোনও উত্তর দেননি। শুধু মুচকি হেসে ট্রাম্পের কনুই স্পর্শ করেন। এই নিয়েও সেই সময় অনেক বিতর্ক হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2025 2:24 PM IST