Donald Trump: দ্বিতীয়বার হোয়াইট হাউসে ট্রাম্প! আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নিলেন শপথ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Donald Trump: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথা মেনেই উত্তরসূরিকে ক্ষমতা হস্তান্তর করলেন জো বাইডেন। ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প।
এক হাত উপরে তোলা, এক হাত ছোঁয়া মায়ের দেওয়া বাইবেলে। এভাবেই দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েই একাধিক ঘোষণা করলেন আমেরিকার নব নির্বাচিত রাষ্ট্রপতি।
ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেবেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
advertisement
advertisement
শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় এ বছরের শপথগ্রহণ অনুষ্ঠান ক্যাপিটল ভবনের ভিতরে অনুষ্ঠিত হল। ট্রাম্পের সঙ্গেই শপথ নিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ২.২০ লক্ষ মানুষ টিকিট কেটেছিলেন। কিন্তু ক্যাপিটল ভবনের ভিতরে ৭০০-র বেশি মানুষের বন্দোবস্ত নেই। তাই বাকিদের জন্য অন্যত্র বড় স্ক্রিন বসিয়ে সেখানে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাতে রয়েছে নৈশভোজের আয়োজনও।
advertisement
আরও পড়ুন: রক্তাক্ত সইফকে অটো করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, কত টাকা পেয়েছিলেন ভজন? জানলে চমকে যাবেন
এই বিশেষ অনুষ্ঠানের দিনে নৈশভোজের আমন্ত্রণ পেয়ে সেখানে উপস্থিত রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিও। ট্রাম্পের সঙ্গে তাঁদের ছবি সামনে এসেছে। ট্রাম্পকে তাঁরা অভিনন্দন জানিয়েছেন বলেই জানা গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 11:48 PM IST