Donald Trump New Tariff Against India: রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি, ভারতের উপরে শুল্কের বোঝা বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প!

Last Updated:

গত ৩০ জুলাই ট্রাম্প প্রথমবার ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন৷

এ কী সিদ্ধান্ত ট্রাম্পের!
এ কী সিদ্ধান্ত ট্রাম্পের!
ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ না করার কারণেই এই ভারতীয় পণ্যের উপরে এই অতিরিক্ত শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট৷ এর ফলে ভারত থেকে আমদানি হওয়া সব পণ্যের উপরে মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা৷ এর আগেই ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ ইতিমধ্যেই ট্রাম্প একটি এক্সিকিউটিভ নির্দেশে সই করেছেন৷ আগামী ২৭ অগাস্ট এই নির্দেশ কার্যকর হবে৷
গত ৩০ জুলাই ট্রাম্প প্রথমবার ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন৷ তার সঙ্গে জরিমানা চাপানোরও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প৷ যদিও জরিমানার মাত্রা ঘোষণা করেননি তিনি৷
প্রথম বার ভারতীয় পণ্যের উপরে শুল্কের হার ঘোষণার সময়ই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আপত্তি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি অভিযোগ করেছিলেন, তেল কিনে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে ভারত৷ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে শুল্ক হার বৃদ্ধির হুঁশিয়ারিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ সেই মতোই এ দিন নতুন করে ভারতীয় পণ্যের উপরে শুল্ক চাপালেন ট্রাম্প৷
advertisement
advertisement
নয়াদিল্লি অবশ্য পাল্টা আমেরিকার বিরুদ্ধে পাল্টা রাশিয়া নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলেছে৷ ভারতের দিকে আঙুল তুললেও আমেরিকা এখনও নিজেরাই রাশিয়ার সঙ্গে যথেষ্ট পরিমাণে বাণিজ্যিক লেনদেন চালায় বলে খবর৷ রাশিয়া থেকে বিপুল পরিমাণ সার, ইউরেনিয়াম আমদানি করে আমেরিকা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump New Tariff Against India: রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি, ভারতের উপরে শুল্কের বোঝা বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement