#ওয়াশিংটন: রমজান উপলক্ষে ডিনারের আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের৷ হোয়াইট হাউজের রীতি মেনেই হবে এই ইফতার পার্টি৷ বুধবারই সম্ভবত বসবে এই আসর, তবে আমন্ত্রিতদের নাম এখনও প্রকাশ করা হয়নি৷ রাষ্ট্রপতি হওয়ার পর ট্রাম্পই এই রীতি বন্ধ করে দিয়েছিলেন৷ গতবার তাই কোন ইফতার পার্টি আয়োজন হয়নি হোয়াইট হাউজে৷ তবে এবার মত বদলে ইফাতারে ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
আরও পড়ুন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দিতে হবে ট্যাক্স, নতুন ফরমান জারি
তিনি মুসলিম বিদ্বেষী বলেই পরিচিত৷ অতীতে বহুবার মুসলিম সম্প্রদায়ের প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ নির্বাচনী জনসভায়ও এধরণের মন্তব্য করেছিলেন তিনি৷ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশকিছু মুসলিম দেশের ওপর মার্কিন মুলুকে ঢোকার নিষেধাজ্ঞা জারি করেন৷
আরও পড়ুন অবশেষে গলেছে বরফ, ১২ জুন সিঙ্গাপুরে মুখোমুখি ট্রাম্প-কিম
তবে এবছর মত পরিবর্তন করে তিনিই ডাক দিয়েছেন এই ইফতার পার্টির, যার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই৷ এর মাধ্যমে রিপাবলিকন ও ডেমোক্রেটদের মেনে চলা প্রথা আবার পালিত হতে চলেছে হোয়াইট হাউজে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Iftar Party, White House