হোয়াইট হাউজে এবার ইফতারের আমন্ত্রণ ট্রাম্পের

Last Updated:

রমজান উপলক্ষে ডিনারের আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের৷ হোয়াইট হাউজের রীতি মেনেই হবে এই ইফতার পার্টি৷ বুধবারই সম্ভবত বসবে এই আসর, তবে আমন্ত্রিতদের নাম এখনও প্রকাশ করা হয়নি৷

#ওয়াশিংটন: রমজান উপলক্ষে ডিনারের আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের৷ হোয়াইট হাউজের রীতি মেনেই হবে এই ইফতার পার্টি৷ বুধবারই সম্ভবত বসবে এই আসর, তবে আমন্ত্রিতদের নাম এখনও প্রকাশ করা হয়নি৷ রাষ্ট্রপতি হওয়ার পর ট্রাম্পই এই রীতি বন্ধ করে দিয়েছিলেন৷ গতবার তাই কোন ইফতার পার্টি আয়োজন হয়নি হোয়াইট হাউজে৷ তবে এবার মত বদলে ইফাতারে ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
রমজান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি৷ Photo Courtesy: WhiteHouse.gov রমজান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি৷ Photo Courtesy: WhiteHouse.gov
advertisement
তিনি মুসলিম বিদ্বেষী বলেই পরিচিত৷ অতীতে বহুবার মুসলিম সম্প্রদায়ের প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ নির্বাচনী জনসভায়ও এধরণের মন্তব্য করেছিলেন তিনি৷ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশকিছু মুসলিম দেশের ওপর মার্কিন মুলুকে ঢোকার নিষেধাজ্ঞা জারি করেন৷
advertisement
তবে এবছর মত পরিবর্তন করে তিনিই ডাক দিয়েছেন এই ইফতার পার্টির, যার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই৷ এর মাধ্যমে রিপাবলিকন ও ডেমোক্রেটদের মেনে চলা প্রথা আবার পালিত হতে চলেছে হোয়াইট হাউজে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
হোয়াইট হাউজে এবার ইফতারের আমন্ত্রণ ট্রাম্পের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement