ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দিতে হবে ট্যাক্স, নতুন ফরমান জারি
Last Updated:
#কাম্পালা: বিশ্বায়নের যুগে মানুষের দৌঁড়চ্ছে ৷ পিছনে ফিরে থাকার সময় খুব কম ৷ ব্যস্ত সময়ে এখনতো চেনা মানুষের সঙ্গে বাড়ি গিয়ে, দেখা করে খোঁদ নেওয়ার রেওয়াজটাও কমেছে অনেকটাই ৷ একইসঙ্গে চিঠি চালাচালি তো কবেই চুকেবুকে গিয়েছে ৷ তার জায়গা নিয়েছে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ৷
ইন্টারনেট কানেকশন থাকলেই কেল্লাফতে ৷ মানুষটি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মুহূর্তেই যোগাযোগ করতে পারছেন সেই মানু৷টির সঙ্গে ৷ কাজের ক্ষেত্রেও এই দুই মাধ্যমের সঙ্গে যোগাযোগের বিষয়টির জুড়ি মেলা ভার ৷ তবে নাকি এবার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে সরকারকে কর দিতে হবে ৷ এমনই বিচিত্র ফরমান জারি করেছে উগান্ডার সরকার।
advertisement
তবে এমন নির্দেশিকার পিছনে কারণটা ঠিক কী? গুজব ছড়ানো ঠেকাতেই এই উদ্যোগ বলে দাবি করা হল প্রশাসনের পক্ষ থেকে। আগামী ১ জুলাই থেকে এই আইন লাগু হওয়ার কথা। কিন্তু এই আইনকে কেন্দ্র করে ইতিমধ্যেই এত বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে, আদৌ এই আইন কার্যকরী করা হবে কি না, সেটা নিয়েই সন্দেহ দানা বাঁধছে। এর আগে মোবাইলে অর্থের লেনদেনের ওপরে সরকার ১ শতাংশ কর বসানোয় সেটা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছিল সে দেশের মানুষজন। এদিকে সরকারের দাবি, তাঁদের ওপরে যে বিপুল পরিমাণ বিদেশি ঋণ রয়েছে, তার ভার লাঘব করতেই এই সিদ্ধান্ত। দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এবং ইন্টারনেস পরিষেবা প্রদানকারী সংস্থাদের সংস্থা ইতিমধ্যেই সন্দেহপ্রকাশ করেছে, এই আইনে কীভাবে ঋণশোধ করা সম্ভব হবে। কারণ উগান্ডার মতো দেশে ভুয়ো নথি দিয়ে হাজারহাজার সিমকার্ড নথিভুক্ত করা রয়েছে। উগান্ডায় ২ কোটি ৩৬ লক্ষ মানুষ মোবাইল পরিষেবা ব্যবহার করেন। তার মধ্যে ১ কোটি ৭০ লক্ষ মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন।
advertisement
Location :
First Published :
June 02, 2018 3:45 PM IST