দেখা করতে পারছে না পরিবার, ইমরান খান কোথায়! প্রাক্তন পাক প্রধানমন্ত্রী কি প্রয়াত? ছড়াচ্ছে 'গুঞ্জন'

Last Updated:

কখনও শোনা যাচ্ছে, সলিটারি সেলে বন্দি প্রাক্তন জাতীয় ক্রিকেট অধিনায়ক গুরুতর অসুস্থ, কখনও শোনা যাচ্ছে, জেলেই মৃত্যু হয়েছে ইমরান খানের।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী কি প্রয়াত?
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী কি প্রয়াত?
করাচি: জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে জল্পনা ছড়াচ্ছে পাকিস্তানে। কখনও শোনা যাচ্ছে, সলিটারি সেলে বন্দি প্রাক্তন জাতীয় ক্রিকেট অধিনায়ক গুরুতর অসুস্থ, কখনও শোনা যাচ্ছে, জেলেই মৃত্যু হয়েছে ইমরান খানের।
‘আফগান টাইমস’ নামে আফগানিস্তানের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডলে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, ইমরান বেঁচে নেই। তাঁর তিন বোনও বুধবার ইমরান কোথায় রয়েছেন, সে প্রশ্ন তুলেছেন।
ইমরান খানের তিন বোন তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন৷ পিটিআই-এর অভিযোগ, এই অপরাধে ইমরানের তিন বোনকে বেধড়ক মারধর করে পুলিশ৷ পিটিআই-এর দাবি, ইমরানের সঙ্গে দেখা করার জন্য রাওয়ালপিণ্ডির জেলের বাইরে একমাস ধরে ধর্না দেন তাঁর তিন বোন৷ তার পরেই তাঁদের উপরে ঝাঁপিয়ে পড়ে পুলিশ৷ ইমরানের তিন বোনের উপরে পুলিশের এই নির্যাতনের অভিযোগ ওঠার পরই ইমরানকে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ পাকিস্তানের পঞ্জাবের পুলিশ প্রধানের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন ইমরানের তিন বোন৷
advertisement
advertisement
রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বন্দি ছিলেন ইমরান খান৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে সম্প্রতি ওই জেলের বাইরে বিক্ষোভ দেখান কয়েক হাজার পিটিআই সমর্থক৷ তবে ইমরান খান জেলবন্দি থাকা অবস্থায় তাঁকে নিয়ে এমন জল্পনা এই প্রথম নয়৷ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। তাঁকে ১৪ বছর জেলের সাজা দিয়েছে আদালত। সাজা হয়েছে তাঁর স্ত্রী বুশরা বিবিরও। তাঁর এবং বুশরার উপর জেলের অন্দরে সেনাপ্রধান মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দেখা করতে পারছে না পরিবার, ইমরান খান কোথায়! প্রাক্তন পাক প্রধানমন্ত্রী কি প্রয়াত? ছড়াচ্ছে 'গুঞ্জন'
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?
শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড়?
  • শীতের দাপট রাজ্যে

  • আপাতত নেই নতুন কোনও সিস্টেম

  • বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?

VIEW MORE
advertisement
advertisement