কেকের মধ্যে লুকনো নগদ, জন্মদিনে বাবাকে চমকে দিল মেয়ে, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আনন্দে রীতিমতো নাচতে শুরু করেন ওই ব্যক্তি৷ আনন্দে কেক কাটতেই যেন ভুলে গিয়েছিলেন তিনি৷
#নিউইয়র্ক: জন্মদিনে প্রিয়জনের জন্য কত রকমের কেকই তো কেনেন সবাই৷ কোনও কেকে যার জন্মদিন তার ছবি ফুটে ওঠে, আবার কোনও কোনও কেকের নকশা আর রংই জিভে জল এনে দিতে বাধ্য৷
তাই বলে কেকের মধ্যে লুকিয়ে থাকবে টাকার বান্ডিল? হ্যাঁ, এমনই এক অভিনব কেক এনে বাবাকে তাঁর জন্মদিনে রীতিমতো চমকে দিয়েছেন মেয়ে৷ আর ট্যুইটারে সেই ভিডিও এখন ভাইরাল৷
ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি জন্মদিনের কেক কাটার আগে কেকের উপরে 'হ্যাপি বার্থডে' লেখা টপিংটি সরানোর চেষ্টা করেন৷ তখনই তিনি খেয়াল করেন, কেকের ভিতরে লুকানো রয়েছে ডলারের চেন৷ প্রত্যেকটি ডলারই অবশ্য প্লাস্টিকে ভাল করে মোড়ানো ছিল৷ একে সারপ্রাইজ, তাও আবার নগদ! আনন্দে রীতিমতো নাচতে শুরু করেন ওই ব্যক্তি৷ আনন্দে কেক কাটতেই যেন ভুলে গিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
ওই ব্যক্তিরই এক মেয়ে ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'প্রত্যেক বছরই জন্মদিনে আমার বাবা নগদ টাকা উপহার চান৷ আর প্রত্যেক বারই আমার মা এবং বোন তাঁকে বিভিন্ন রকম ভাবে চমকে দেন!'
My dads birthday is today. Each birthday he wants the same thing. Cash. Each birthday my sister and mom find a different way to surprise him with it. pic.twitter.com/qRmzbqnXDP
— Toe Knee (@toekneerlynos) July 27, 2020
advertisement
জন্মদিনে ইচ্ছেপূরণ হওয়ায় বেজায় খুশি ওই ব্যক্তিও৷ ডলারের চেন হাতে নিয়েই নাচতে নাচতে তিনি বলেন, 'আমি জানতাম তোমরা আমরা ইচ্ছেপূরণ করবেই!'
এমন অভিনব সারপ্রাইজ দেখে ট্যুইটার ব্যবহারকারীরাও রীতিমতো অবাক৷ ভিডিওটি শেয়ার করার পর থেকে ৫ লক্ষ বার ভিউ হয়েছে, রিট্যুইট করা হয়েছে ১০ হাজার বার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2020 6:30 PM IST