কেকের মধ্যে লুকনো নগদ, জন্মদিনে বাবাকে চমকে দিল মেয়ে, দেখুন ভিডিও

Last Updated:

আনন্দে রীতিমতো নাচতে শুরু করেন ওই ব্যক্তি৷ আনন্দে কেক কাটতেই যেন ভুলে গিয়েছিলেন তিনি৷

#নিউইয়র্ক: জন্মদিনে প্রিয়জনের জন্য কত রকমের কেকই তো কেনেন সবাই৷ কোনও কেকে যার জন্মদিন তার ছবি ফুটে ওঠে, আবার কোনও কোনও কেকের নকশা আর রংই জিভে জল এনে দিতে বাধ্য৷
তাই বলে কেকের মধ্যে লুকিয়ে থাকবে টাকার বান্ডিল? হ্যাঁ, এমনই এক অভিনব কেক এনে বাবাকে তাঁর জন্মদিনে রীতিমতো চমকে দিয়েছেন মেয়ে৷ আর ট্যুইটারে সেই ভিডিও এখন ভাইরাল৷
ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি জন্মদিনের কেক কাটার আগে কেকের উপরে 'হ্যাপি বার্থডে' লেখা টপিংটি সরানোর চেষ্টা করেন৷ তখনই তিনি খেয়াল করেন, কেকের ভিতরে লুকানো রয়েছে ডলারের চেন৷ প্রত্যেকটি ডলারই অবশ্য প্লাস্টিকে ভাল করে মোড়ানো ছিল৷ একে সারপ্রাইজ, তাও আবার নগদ! আনন্দে রীতিমতো নাচতে শুরু করেন ওই ব্যক্তি৷ আনন্দে কেক কাটতেই যেন ভুলে গিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
ওই ব্যক্তিরই এক মেয়ে ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'প্রত্যেক বছরই জন্মদিনে আমার বাবা নগদ টাকা উপহার চান৷ আর প্রত্যেক বারই আমার মা এবং বোন তাঁকে বিভিন্ন রকম ভাবে চমকে দেন!'
advertisement
জন্মদিনে ইচ্ছেপূরণ হওয়ায় বেজায় খুশি ওই ব্যক্তিও৷ ডলারের চেন হাতে নিয়েই নাচতে নাচতে তিনি বলেন, 'আমি জানতাম তোমরা আমরা ইচ্ছেপূরণ করবেই!'
এমন অভিনব সারপ্রাইজ দেখে ট্যুইটার ব্যবহারকারীরাও রীতিমতো অবাক৷ ভিডিওটি শেয়ার করার পর থেকে ৫ লক্ষ বার ভিউ হয়েছে, রিট্যুইট করা হয়েছে ১০ হাজার বার৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কেকের মধ্যে লুকনো নগদ, জন্মদিনে বাবাকে চমকে দিল মেয়ে, দেখুন ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement