জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন দলাই লামা
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
তিব্বতের মানুষের প্রতি বাইডেনের দীর্ঘদিনের সমর্থনের জন্য লামা ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্টকে৷ লামা বিশ্বাস করেন, বাইডেন "ক্ষুধা", "রোগ" এবং "হিংস্রতা"র নিরসন করে এক শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অবদান রাখবেন৷
#ধরমশালা: ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন জো বাইডেন৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন তিব্বতি আধ্যত্মিক গুরু দলাই লামা৷
তিব্বতের মানুষের প্রতি বাইডেনের দীর্ঘদিনের সমর্থনের জন্য লামা ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্টকে৷ লামা বিশ্বাস করেন, বাইডেন "ক্ষুধা", "রোগ" এবং "হিংস্রতা"র নিরসন করে এক শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অবদান রাখবেন৷
বুধবার ক্যাপিটলে বাইডেনের সঙ্গেই শপথ নিয়েছেন দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷ গত ৬ জানুয়ারি এই ক্যাপিটাল হলই কেঁপে উঠেছিল হিংসা আর রক্তপাতে । ট্রাম্প সমর্থকদের হামলার প্রতিবাদে গোটা বিশ্ব ধিক্কার জানিয়েছিল৷ এক নতুন আমেরিকা গড়ার লক্ষ্যে শপথ নেন বাইডেন৷ তিনি বলেন, "এই আমেরিকার গল্পে কোনও অন্ধকার নয়, থাকবে শুধু আলো"
advertisement
advertisement
লামা বাইডেনকে দেওয়া চার অনুচ্ছেদের লম্বা চিঠিতে লিখেছেন, "আমি অত্যন্ত আনন্দিত যে, আপনি জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে সর্বাধিকার দিয়েছেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদান করছে। গ্লোবাল ওয়ার্মিং সমগ্র বিশ্ব এবং আমাদের প্রজাতির কাছে বেঁচে থাকার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় হুমকি।
আমেরিকার উন্নয়নের জন্য আপনি যে, অন্যান্য পদক্ষেপ নিচ্ছেন তাতে আপনার প্রশংসা করতেই হয়। আমি দীর্ঘদিন ধরে আপনার মহান দেশের গুণমুগ্ধ, যে দেশ আইনের শাসনেই স্বাধীনতা, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা দেয়৷ আমেরিকা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের ওপর গোটা বিশ্বের প্রত্যাশা রয়েছে। এই চ্যালেঞ্জিং সময়ে, আমি আত্মবিশ্বাসী যে আপনি আরও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অবদান রাখবেন, যাতে ক্ষুধা, রোগ এবং হিংসায় ভুগছেন যাঁরা সাহায্য পেতে পারেন। এই সমস্যাগুলি সমাধান করার প্রয়োজনীয়তা অবশ্যই চাপ রয়েছে।
advertisement
আবারও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই তিব্বতিবাসীর জন্য আপনার দীর্ঘকালীন সমর্থনের জন্য৷ আমাদের প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি, শান্তি, অহিংসা ও মমত্ববোধের সংস্কৃতি রক্ষা এবং সংরক্ষণের আমাদের এই প্রয়াসে, আমেরিকান জনগণ এবং তাঁদের নেতৃবৃন্দ উত্সাহ জুগিয়েছে৷ তাদের বন্ধুতা আমাদের কাছে সৌভাগ্যের৷
সমস্ত আমেরিকানদের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং আরও শান্তিপূর্ণ বিশ্বগঠনের জন্য যে চ্যালেঞ্জগুলি আপনি মোকাবিলা করতে চলেছেন, তাতে আপনার সাফল্য প্রার্থনা করি।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2021 2:39 PM IST