আরব সাগরের উপর দিয়ে ধেয়ে আসছে লুবান ঘূর্ণিঝড়, ১৩০ জন নাবিককে নিরাপদ স্থানে সরাল নৌসেনা

Last Updated:
#আহমেদাবাদ: গত দু'দিন ধরেই উপকূলীয় অন্ধ্র ও ওড়িশায় দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় । আহত বহু মানুষ । অন্ধ্রে কৃষিজমি নষ্ট হওয়ার কারণে আর্থিক ক্ষতি প্রায় ২.৫০ কোটি টাকা । এবার এক নয়া ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হল মধ্যপ্রাচ্যের ওমানে । ওমান উপকূলের সালালাহ বন্দর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১৩০ জন ভারতীয় নাবিককে ।
advertisement
জানা গিয়েছে উপকূলীয় ওমানের দিকে ধেয়ে আসছে এই লুবান। জারি হয়েছে ভূমি ধ্বসের সতর্কতাও । এই পূর্বাভাসের জেরে কর্মরত নাবিকেরা অনেকেই অন্যত্র যেতে শুরু করেছিলেন কিন্তু যেতে আপত্তি করেন অনেকেই । আরব সাগরের কেন্দ্রীয় পশ্চিম অংশের উপর তৈরি হয়েছে ৪৫০ কিলোমিটার গভীর এই ঘূর্ণিঝড়, যেই কারণেই এই নাবিকদের কার্যত জোর করেই অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
advertisement
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, কেন্দ্র ও রাজ্যের নৌ-দফতরের সঙ্গে আলোচনার পরেই এই ভারতীয় নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ভারতীয় নৌ-সেনা ।
রুপানি ও কেন্দ্রকে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে রয়াল নেভি অফ ওমান ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
আরব সাগরের উপর দিয়ে ধেয়ে আসছে লুবান ঘূর্ণিঝড়, ১৩০ জন নাবিককে নিরাপদ স্থানে সরাল নৌসেনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement