আরব সাগরের উপর দিয়ে ধেয়ে আসছে লুবান ঘূর্ণিঝড়, ১৩০ জন নাবিককে নিরাপদ স্থানে সরাল নৌসেনা
Last Updated:
#আহমেদাবাদ: গত দু'দিন ধরেই উপকূলীয় অন্ধ্র ও ওড়িশায় দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় । আহত বহু মানুষ । অন্ধ্রে কৃষিজমি নষ্ট হওয়ার কারণে আর্থিক ক্ষতি প্রায় ২.৫০ কোটি টাকা । এবার এক নয়া ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হল মধ্যপ্রাচ্যের ওমানে । ওমান উপকূলের সালালাহ বন্দর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১৩০ জন ভারতীয় নাবিককে ।
advertisement
জানা গিয়েছে উপকূলীয় ওমানের দিকে ধেয়ে আসছে এই লুবান। জারি হয়েছে ভূমি ধ্বসের সতর্কতাও । এই পূর্বাভাসের জেরে কর্মরত নাবিকেরা অনেকেই অন্যত্র যেতে শুরু করেছিলেন কিন্তু যেতে আপত্তি করেন অনেকেই । আরব সাগরের কেন্দ্রীয় পশ্চিম অংশের উপর তৈরি হয়েছে ৪৫০ কিলোমিটার গভীর এই ঘূর্ণিঝড়, যেই কারণেই এই নাবিকদের কার্যত জোর করেই অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
advertisement
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, কেন্দ্র ও রাজ্যের নৌ-দফতরের সঙ্গে আলোচনার পরেই এই ভারতীয় নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ভারতীয় নৌ-সেনা ।
রুপানি ও কেন্দ্রকে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে রয়াল নেভি অফ ওমান ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2018 9:38 AM IST