পার্কে যৌনরত অবস্থায় ধরা পড়ল দম্পতি, বিচারকের বিচার শুনে হতবাক আদালত !
Last Updated:
ব্যাপারটার জল যে এরকম দিকে গড়াবে তা কখনই ভাবতে পারেনি দম্পতি ৷
#ওহায়ো: ব্যাপারটার জল যে এরকম দিকে গড়াবে তা কখনই ভাবতে পারেনি দম্পতি ৷ শুধু দম্পতি কেন, গোটা কাণ্ডেই হতবাক ওহায়োর আদালত ৷ কিন্তু বিচারক নিশ্চুপ ৷ কারণ, তার বিচার এরকমই৷
খবরটা হল, পার্কে যৌনতায় লিপ্ত ছিলেন ওহায়োর এক দম্পতি ৷ কিন্তু হঠাৎই ব্যাপারটা নজরে আসে এলাকার নিরাপত্তা পুলিশের ৷ ব্যস, পুলিশে হাতে খপ করে পড়ে সব যৌনতা শেষ ৷ একটুও দেরি না করে, পুলিশ সোজা এই দম্পতি নিয়ে যায় হাজতে ৷ তারপর মামলা ওঠে আদালতে ৷ আর তারপরই বিচারকের বিচার শুনে হতবাক দম্পতিসহ গোটা আদালত !
advertisement
গোটা ব্যাপারটায় নজর দিলেন বিচারক মাইকেল সিয়োনেত্তি ৷ তারপর শুরু করলেন বিচার ৷ দম্পতিকে সোজা জানালেন, ‘গোটা পার্ককে পরিষ্কার করতে হবে ৷ যেখানে যত কন্ডোম পরে আছে, তা তুলে সঠিক জায়গায় ফেলতে হবে ৷ শুধু তাই নয় সংবাদপত্রে পুরো ঘটনা লিখে, গোটা শহরের কাছে ক্ষমা চাইতে হবে ৷ ’
advertisement
তবে এরকম অদ্ভুত বিচার এর আগেও দিয়েছেন এই বিচারক ৷ কখনও বাড়ির থেকে বাচ্চা সহিত বিড়ালকে জঙ্গলে ছাড়ার জন্য ৷ শীতের মধ্যে রাত কাটানোর সাজা দিয়েছিলেন এক মহিলাকে ৷ আবার কখনও মদ্যপ ড্রাইভারদেরও অদ্ভুত সাজায় শায়েস্তা করেছেন !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2017 4:55 PM IST