Coronavirus Updates : আমেরিকায় করোনার প্রত্যাবর্তন, মারণ রোগের শিকার বহু

Last Updated:

Coronavirus Updates : আমেরিকায় আরও শক্তিশালী করোনা, রীতিমতো তাণ্ডব চালাচ্ছে মারণ রোগ, এক সপ্তাহে মৃত ১৫০০ এর বেশি

আমেরিকায় করোনার প্রত্যাবর্তন
আমেরিকায় করোনার প্রত্যাবর্তন
নয়াদিল্লি : গোটা বিশ্বে যে মারণ রোগ ত্রাসের সৃষ্টি করেছিল, সেই এবার ফিরেছে। গল্প নয় এক্কেবারে সত্যি। হ্যাঁ, করোনা ভাইরাস এবার আরও শক্তিশালী। এই রোগ থাবা বসিয়েছে আমেরিকায়। বিএনও নিউজের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করোনার প্রভাবে আমেরিকায় মাত্র এক সপ্তাহে হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন।
মার্কিন মুলূকে করোনার কারণে হৈ চৈ শুরু হয়েছে। বিএনও নিউজের তথ্য অনুযায়ী, এই রোগের কারণে মাত্র এক সপ্তাহে ১৫৫৫ জনের মৃত্যু হয়েছে। মার্চের পর এই প্রথম এক সপ্তাহে এত মানুষ প্রাণ হারিয়েছেন। ২ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকায় প্রায় ১৬৫,৭০৫ টি নতুন কেস রিপোর্ট হয়েছে।
advertisement
advertisement
করোনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই খবর। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্তের যে সংখ্যা আপাতত সামনে এসেছে সেটাই সব নয়। আসল সংখ্যা তার থেকে অনেক বেশি। কারণ বেশিরভাগ হাসপাতাল এবং রাজ্যগুলি বর্তমানে কোভিড ডেটা রিপোর্ট প্রকাশ করছে না। শুধু তাই নয়, কোভিড ল্যাবের সংখ্যাও কমেছে। বেশিরভাগ মানুষ এবং ডাক্তাররা বাড়িতেই কোভিডের পরীক্ষা করছেন, যা সরকারী পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হচ্ছে না। আমেরিকায় ৬৫ উর্ধ্ব প্রাপ্তবয়স্ক এবং ২ বছরের কম বয়সী শিশুদের এই রোগে আক্রান্তের হার বেশি।
advertisement
করোনার ধ্বংসলীলা দেখেছে গোটা বিশ্ব। যার প্রভাবে ভারতেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। নতুন রূপে এই রোগের প্রত্যাবর্তন ফের বিশ্ববাসীকে নতুন চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। কারণ, এখন সে আর একা নয়, দোসর হিসাবে দেখা দিয়েছে মাঙ্কি পক্সও।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Coronavirus Updates : আমেরিকায় করোনার প্রত্যাবর্তন, মারণ রোগের শিকার বহু
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement