Monkey Pox: মাঙ্কিপক্সের হানা ভারতে , আক্রান্ত ১, কতটা ভয়ের এই ভাইরাস? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
MonkeyPox news- ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গেল। ভিনদেশ থেকে ভারতে আসা ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।
মাঙ্কিপক্সের প্রথম হদিস মিলল ভারতে। এতদিন ভিনদেশে এই রোগের ব্যাপারে শোনা গেলেও এবারে খোদ ভারতের বুকে খোঁজ পাওয়া গেল এই ভাইরাসের। ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গেল। ভিনদেশ থেকে ভারতে আসা ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই মাঙ্কিপক্সের ক্লাড ১ ভার্সনের জন্য সতর্ক থাকতে বলেছে প্রশাসনকে। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও জানিয়েছে, এই ভাইরাসে "এখনও পর্যন্ত খুব বেশি মৃত্যুর খবর পাওয়া যায়নি।" অর্থাৎ সংক্রমণের হার বেশি হলেও মৃত্যুর হার কম এই ভাইরাসের।কিন্তু, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে তাঁরা কোনও ভাবেই কোনরকম ঢিলেমি দিতে রাজি নয়। সবরকমের প্রস্তুতি তাঁদের তরফ থেকে নেওয়া হয়েছে। photo courtesy- PTI