Congo Plane Crash: কঙ্গোয় ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান ! দুর্ঘটনার ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্রাইভেট জেটটির পেটের অংশ স্কিড করে এবং লেজের অংশে আগুন ধরে যায়। রিপোর্ট অনুযায়ী, ২০ জন যাত্রী ওই বিমানে ছিলেন এবং সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে বেরিয়ে আসতে সফল হন ৷
ব্রাজাভিলে: কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা ! ওই চার্টার্ড এমব্রায়ার বিমানে ছিলেন কঙ্গো প্রজাতন্ত্রের (DRC) খনি মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বা (Louis Watum Kabamba) এবং তাঁর প্রতিনিধিদল ৷ সোমবার (১৭ নভেম্বর, ২০২৫) কোলওয়েজি বিমানবন্দরে (Kolwezi Airport) অবতরণের সময় রানওয়ে ২৯ থেকে পিছলে যায় বিমানটি। প্রাইভেট জেটটির পেটের অংশটা স্কিড করে এবং লেজের অংশে আগুন ধরে যায়। রিপোর্ট অনুযায়ী, ২০ জন যাত্রী ওই বিমানে ছিলেন এবং সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে বেরিয়ে আসতে সফল হন ৷ তাঁরা প্রত্যেকেই সরকারি আধিকারিক বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন– সৌদি আরবে বাস দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ভারতীয় কে? তিনি কীভাবে জীবিত ফিরে এলেন জানুন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যাত্রীরা বিমানের ভাঙা অংশ থেকে দুর্ঘটনার পর বেরিয়ে আসতে সক্ষম হন ৷ এই ভয়ঙ্কর দুর্ঘটনায় বেঁচে ফেরার পর যাত্রীরা জানান, বিমানটি রানওয়েতে স্কিড করে যাওয়ার পর তাঁরা ধোঁয়ায় ভরা কেবিন থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। ভিডিওতে দেখা চিহ্নের উপর ভিত্তি করে বিমানটি অ্যাঙ্গোলান এয়ারজেটের (Angolan operator Airjet) বলে মনে করা হচ্ছে ৷ তবে সরকারি ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে ৷
advertisement
advertisement
Plane of Congo’s minister CRASHES after mine disaster visit
The Embraer ERJ-145LR overshot the runway catching fire. Minerals Minister Kabamba and some 20 others were onboard
NO INJURIES were reported, miraculously
The plane came back from Kinshasa, where 49 ppl died last week pic.twitter.com/EoX2VRmFQn
— RT (@RT_com) November 17, 2025
advertisement
এদিকে, DRC-এর খনন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের প্রতিনিধিদলটি লুয়ালাবা প্রদেশে যাচ্ছিল কালন্ডোতে (Kalondo) একটি মারাত্মক খনি দুর্ঘটনার পরে সেখানে ৩২ জন নিহত হয়েছিলেন। সেই ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতেই ওই প্রতিনিধিদল সেখানে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 10:23 AM IST

