সংবাদ মাধ্যমের অফিসে বোমাতঙ্ক, বন্ধ রইল সম্প্রচার
Last Updated:
#নিউইয়র্ক: নিউইয়র্কে সিএনএন কার্যালয়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফোনে অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির এ ঘটনায় সংবাদকর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে সংবাদমাধ্যমটির বার্তাকক্ষে সতর্ক সংকেত বাজানো হয়।
খবরে বলা হয়, বোমা আতঙ্কে কোম্পানির কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত শো ‘সিএনএন নাইট’ প্রচার বন্ধ করে দেওয়া হয়।
advertisement
সংবাদমাধ্যমটির সাংবাদিক ও সিএনএন নাইটের উপস্থাপক ডন লেমন বলেন, ‘‘অফিস খালি করতে বলা হয়েছিল ৷ এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। যা পেরেছি তা নিয়েই আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা ভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছি ৷ ২’
advertisement
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন নিউইর্য়ক পুলিশের সদস্যরা। অফিসটিকে ঘিরে রেখে সেখানে থাকা মানুষকে নিরাপদে বের করে আনছেন তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2018 7:50 PM IST