পৃথিবীতে আছড়ে পড়ল চিনা মহাকাশ যান

Last Updated:
#বেজিং: শেষ পর্যন্ত পৃথিবীর বুকে আছড়ে পড়ল চিনা মহাকাশ যান তিয়ানগং-১ ৷ যদিও ৮ টন ওজনের বিশাল এই মডিউলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর অধিকাংশ পুড়ে যায়। এরপর তার অনেকগুলি খণ্ড হয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়ে।
গতকাল সোমবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ৮টা ১৬ মিনিটে এটি ভেঙে পড়ল।
বিবিসি সূত্রে জানা গিয়েছে, গবেষকেরা আগেই জানিয়েছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে ভেঙে পড়বে চিনের মহাকাশ যান তিয়ানগং-১। তবে সঠিক সময় নির্ধারণ করতে পারেননি। অবশেষে গতকাল সেটি ভেঙে পড়ল।
advertisement
মহাকাশ যানটির সঙ্গে চিনের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ৷ সেই কারণেই পৃথিবীর কোন অংশে এই মহাকাশ যানটি ভেঙে পড়তে চলেছে, তা নিয়ে নির্দিষ্ট করে বলা যায়নি ৷ তবে এই মহাকাশ যানটি পৃথিবীর বুকে ভেঙে পড়া নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে পরামর্শ দিয়েছিলেন বিজ্ঞানীরা ৷ কারণ পৃথিবীতে প্রবেশের আগেই এর অধিকাংশ অংশই পুড়ে যাবে বলেই নিশ্চিত ছিলেন তাঁরা ৷ আর সেই মতোই ঘটনাটি ঘটলো ৷
advertisement
হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক জোনাথান ম্যাকডোয়েলের তথ্যানুযায়ী, মানুষের তৈরি নিয়ন্ত্রণহীন ৫০তম বস্তু হিসেবে পৃথিবীতে পড়ল তিয়ানগং।
২০১১ সালে মহাশূন্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাতে এই মহাকাশ যানটিকে পাঠায়েছিল চিন। ২০২২ সাল নাগাদ মহাশূন্যে মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্যে এ মিশন শুরু করে দেশটি।
২০১৬ সালেই ১০ মিটার দীর্ঘ টিয়ানগং মডিউলটির সঙ্গে চিনা গবেষকেদের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে এটি পৃথিবীর দিকে ফিরে আসছিল। ইউরোপিয়ান স্পেস এজেন্সির নেতৃত্বে ১৩টি মহাকাশ সংস্থা রাডারসহ নানা অপটিক্যাল যন্ত্রপাতি দিয়ে ওই মহাকাশ যানটির গতিপথ পর্যবেক্ষণ করছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পৃথিবীতে আছড়ে পড়ল চিনা মহাকাশ যান
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement