Cruel Father: ৫ বছরের পুরনো নৃশংস খুন ভাইরাল! বিমার টাকা পেতে সাজানো দুর্ঘটনায় ৭ বছরের শিশুকে পিষে হত্যা বাবার!

Last Updated:

Cruel Father: তদন্তকারীরা জানিয়েছেন আর্থিক স্বচ্ছলতা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বাকবিতণ্ডা লেগেই থাকত৷ রাগ এবং বিরক্তির শিকার হয়ে ঝাং ঠিক করে বিমার টাকা আদায় করার জন্য ছেলেকে হত্যা করবে

মর্মান্তিক ঘটনা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়
মর্মান্তিক ঘটনা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়
বিমার টাকা পেতে শিশুপুত্রকে খুন করেছে বাবা৷ দক্ষিণ পূর্ব চিনে কয়েক বছর আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ ২০২০ সালে ফুজিয়ান প্রদেশের এই ঘটনার উপর থেকে নতুন করে পর্দা উঠেছে৷ ঘটনার কেন্দ্রে ঝাং নামের জনৈক ব্যক্তি৷ তদন্তকারীরা জানিয়েছেন আর্থিক স্বচ্ছলতা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বাকবিতণ্ডা লেগেই থাকত৷ রাগ এবং বিরক্তির শিকার হয়ে ঝাং ঠিক করে বিমার টাকা আদায় করার জন্য ছেলেকে হত্যা করবে৷
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য, ঝাং তার খুড়তুতো ভাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করে৷ ঝাং-এর ভাই ছিল পেশায় ট্রাকচালক৷ সে সময় তার নিয়োগকর্তা গাড়ির জন্য দুটি বড় বিমা পলিসি কিনেছিল৷ ২০২০ সালের অক্টোবরে, ঝাং তার ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে রাস্তার ধারে তার গাড়ি পার্ক করে৷ তার পর শিশুটিকে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির পাশে দাঁড়াতে বলে। কিছুক্ষণ পর, ঝাংয়ের খুড়তুতো ভাই ইচ্ছাকৃতভাবে ট্রাক নিয়ে ওই গাড়িতে ধাক্কা দেয়৷ ঘটনার অভিঘাতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাত বছর বয়সি শিশুর৷
advertisement
ঘটনাস্থলে পুলিশ আসার পর ঝাং তার ছেলের মৃতদেহ ধরে রাখার ভান করে এবং জোর দিয়ে বলে যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তার সন্তান। ষড়যন্ত্রে লিপ্ত ঝাং-এর খুড়তুতো ভাইও মিথ্যা দাবি করেছিল যে তার মোবাইল ফোন বেজে ওঠায় সে বিভ্রান্ত হয়ে পড়ে। ঘটনাচক্রে সে সময় উভয় ব্যক্তিই তাদের পারিবারিক সংযোগ গোপন করেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় ২ লক্ষের বেশি ফলোয়ার! বহুতল অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে রহস্যমৃত্যু তরুণী ফিটনেস ইনফ্লুয়েন্সারের
কয়েক মাস পরে, ঝাং ১৮০,০০০ ইউয়ান (২৫,০০০ মার্কিন ডলার) বিমার অর্থ হিসেবে পায় এবং তার থেকে সে খুড়তুতো ভাইকে ৩০,০০০ ইউয়ান (৪,২০০ মার্কিন ডলার) দেয়। সত্যি ঘটনা প্রকাশ পেতে শুরু করে যখন জানা যায় যে ওই ব্যক্তির খুড়তুতো ভাই তার সড়ক পরিবহণে গাড়িচালনার যোগ্যতা জাল করেছেন৷ যার ফলে সে একজন লাইসেন্সবিহীন চালক। ফলে ওই বিমাকারী দাবি প্রত্যাখ্যান করে এবং আর্থিক দায়িত্ব ট্রাকের মালিক লুও-এর উপর স্থানান্তরিত করে।
advertisement
রায়ের ব্যাপারে সন্দেহজনক হয়ে, লুও পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করে যে তার পরিচিত ব্যক্তি, ঝাং এই উদ্দেশ্য সম্পর্কে জানত কিন্তু দায় নিতে অস্বীকৃতি জানায়। এই স্বীকারোক্তির ভিত্তিতে, তদন্তকারীরা ষড়যন্ত্রটি উন্মোচন করে৷ এর পর ঝাং এবং তার খুড়তুতো ভাই দু’জনকেই গ্রেফতার করা হয়। আদালতের বিচারে দু’জনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ পাঁচ বছর পর জনসমক্ষে আসা এই মামলা এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনার কেন্দ্রে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Cruel Father: ৫ বছরের পুরনো নৃশংস খুন ভাইরাল! বিমার টাকা পেতে সাজানো দুর্ঘটনায় ৭ বছরের শিশুকে পিষে হত্যা বাবার!
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement