চিনের সামনে মহাবিপদ! এই শীতেই আছড়ে পড়বে করোনার তিন ঢেউ

Last Updated:

কিন্তু জিরো কোভিড বিধি শিথিল করার পরেই ফের হুড়মুড়িয়ে করোনা ঢুকে পড়ল চিনের সাধারণ মানুষের ঘরের অন্দরে।

#চিন: বেড নেই। ওষুধ কম পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন চিকিৎসা করে বিধ্বস্ত হয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। তার উপরে তাঁদের মধ্যেও বাড়ছে সংক্রমণের হার। করোনা সংক্রমণ ঠেকাতে রীতিমতো হাসফাঁস দশা চিন প্রশাসনের। খোলসা করা হচ্ছে না মৃতের সংখ্যাও। এর মধ্যেও চিনের জন্য অপেক্ষা করছে আরও বড় বিপদ।
মহামারি বিশেষজ্ঞদের পূর্বাভাস, আগামী মার্চ মাসের মধ্যে করোনার তিন তিনটে ঢেউ আছড়ে পড়তে চলেছে চিনের উপরে। চিনের সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান উ ঝুনইউ বলেন, "কোভিডের এই আপসার্জ এই শীতে পর পর তিন বার ফিরে আসবে। তিন বার করোনার তিন ঢেউয়ের মুখোমুখি হবে চিন।"
বর্তমানে চলতি শীতের প্রথম ঢেউয়ের ধাক্কায় জেরবার চিন। এই ঢেউয়ের রেশ চলবে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত।
advertisement
advertisement
২১ জানুয়ারি চন্দ্রবর্ষের শুরু। এই সময়ে ফের বড় অংশের মানুষ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেবে। তার মধ্যে ইংলিশ নিউ ইয়ার তো রয়েছেই। এই সময়ের প্রভাবেই চিনে আসবে দ্বিতীয় ঢেউ। তৃতীয় ঢেউ চলবে ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্ত।
advertisement
গত কয়েকমাস ধরেই দেশে কড়া জিরো কোভিড বিধি চালু করে রেখেছিল চিনা প্রশাসন। রীতিমতো বন্দিদশায় দিন কাটছিল সে দেশের মানুষের। এরপরেই ক্ষুব্ধ, বিরক্ত হয়ে পথে নামে চিনের মানুষ। হংকংয়ে ব্যাপক জন বিক্ষোভের মুখে পড়ে চিনা প্রশাসন। এরপরেই বিধি শিথিল করার সিদ্ধান্ত।
advertisement
কিন্তু জিরো কোভিড বিধি শিথিল করার পরেই ফের হুড়মুড়িয়ে করোনা ঢুকে পড়ল চিনের সাধারণ মানুষের ঘরের অন্দরে।
চিনে বর্তমানে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওমিক্রনের B4.7 ভ্যারিয়্যান্ট। এই ভ্যারিয়ান্টের খোঁজ মিলেছে ভারতেও। চিনে আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ার পরে ভারতে এই স্ট্রেনে আক্রান্ত ৪ জনের খোঁজ মিলেছে। গত অক্টোবরে গুজরাতের ২ জন এই ভ্যারিয়ান্টেই আক্রান্ত হয়েছিলেন। স্বস্তির বিষয়, তাঁরা বাড়িতে থেকেই সুস্থ হয়ে গিয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
চিনের সামনে মহাবিপদ! এই শীতেই আছড়ে পড়বে করোনার তিন ঢেউ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement