China on Arunachal Pradesh: 'অরুণাচল প্রদেশ বলে কিছু নেই!' বিমানবন্দরে ভারতীয় মহিলাকে ১৮ ঘণ্টা আটকে রাখার পর দাবি চিনের

Last Updated:

কূটনৈতিক ভাবে এই ঘটনার প্রতিবাদ করেছে ভারত৷ বেজিংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এবং নয়াদিল্লির পক্ষ থেকেও ঘটনার প্রতিবাদ করা হয়েছে৷

পেমা ওয়াংজম থনডক নামে ভারতীয় মহিলাকে চিনের বিমানবন্দরে হেনস্থার অভিযোগ৷
পেমা ওয়াংজম থনডক নামে ভারতীয় মহিলাকে চিনের বিমানবন্দরে হেনস্থার অভিযোগ৷
ফের অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দিতে অস্বীকার করল চিন৷ অরুণাচল প্রদেশের বাসিন্দা এক মহিলাকে চিনের শাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রেখে হয়রানির অভিযোগ ওঠার পর সরাসরি অরুণাচলের অস্তিত্বকেই অস্বীকার করেছেন চিনা সরকারের মুখপাত্র৷
বর্তমানে আমেরিকার বাসিন্দা ভারতীয় নাগরিক পেমা ওয়াংজম থনডক নামে এক মহিলা চিনের শাংহাই বিমানবন্দরে তাঁকে ১৮ ঘণ্টা আটকে রেখে হয়রানির অভিযোগ তোলেন৷ ওই মহিলার অভিযোগ, গত ২১ নভেম্বর আমেরিকা থেকে জাপান যাচ্ছিলেন তিনি৷ সেই সময় শাংহাইেয়র পুডং বিমানবন্দরে বিমান বদলের সময় চিনা অভিবাসন দফতরের অফিসাররা তাঁর ভারতীয় পাসপোর্টকে ভুয়ো বলে দাবি করেন৷ কারণ পেমা ওয়াংজম থনডক নামে ওই মহিলার জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশের কথা উল্লেখ করা ছিল৷
advertisement
এই ঘটনা খবরের শিরোনামে আসার পর মঙ্গলবার প্রতিক্রিয়া দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং৷ চিন কোনওদিন অরুণাচল প্রদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে মানতে চায়নি৷ ওই অঞ্চলকে জাংনান হিসেবে মানে তারা৷ নিজেদের সেই অবস্থান জারি রেখেই চিনা মুখপাত্র এ দিন বলেন, ‘জাংনান চিনের অংশ৷ চিনা কর্তৃপক্ষ কোনও দিনই ভারতের দ্বারা বেআইনি ভাবে গঠন করা তথাকথিত অরুণাচল প্রদেশকে মান্যতা দেয়নি৷’
advertisement
advertisement
একই সঙ্গে ভারতীয় ওই তরুণী শাংহাই বিমানবন্দরে হয়রানির যে অভিযোগ তুলেছেন, তাকেও মানতে চাননি চিনা সরকারের ওই মুখপাত্র৷ তাঁর দাবি, চিনা আধিকারিকরা যা করেছেন, তা দেশের আইন মেনেই করা হয়েছে৷ শুধু তাই নয়, ওই ভারতীয় মহিলা যে হেনস্থার অভিযোগ তুলেছেন, তাও অস্বীকার করেছেন চিনা মুখপাত্র৷ এমন কি, মহিলার উপরে কোনও ধরনের জোরাজুরি অথবা দুর্ব্যবহার করা হয়নি বলেও দাবি করেছেন তিনি৷ বিমানসংস্থার পক্ষ থেকে ওই ভারতীয় মহিলাকে প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য সুবিধাও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
advertisement
যদিও কূটনৈতিক ভাবে এই ঘটনার প্রতিবাদ করেছে ভারত৷ বেজিংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এবং নয়াদিল্লির পক্ষ থেকেও ঘটনার প্রতিবাদ করা হয়েছে৷ ভারতীয় আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেখানকার বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট রাখা এবং তা নিয়ে যাত্রা করার অধিকারী৷
পেমা ওয়াংজম থনডক নামে ওই মহিলাকে আটকে রাখার খবর পেয়েই শাংহাইয়ের ভারতীয় দূতাবাস হস্তক্ষেপ করে এবং গভীর রাতের একটি বিমানে তাঁর চিন ছাডা়র ব্যবস্থা করা হয়৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷ এই ঘটনাকে আন্তর্জাতিক রীতি ভঙ্গ এবং ভারতীয় নাগরিকদের সম্মানহানির হিসেবে উল্লেখ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
China on Arunachal Pradesh: 'অরুণাচল প্রদেশ বলে কিছু নেই!' বিমানবন্দরে ভারতীয় মহিলাকে ১৮ ঘণ্টা আটকে রাখার পর দাবি চিনের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement