পাকিস্তান থেকে সাইদকে সরানোর পরামর্শ দিল চিন

Last Updated:

পাকিস্তানে রাখাতে হবে না ২৬/১১ মূলচক্রী হাফিজ সাইদকে৷ তাকে পশ্চিম এশিয়ার কোন দেশে পাঠিয়ে দিক পাকিস্তান৷ পাকিস্তানকে এই পরামর্শ দিল চিন৷ চিনের প্রেসিডেন্টই সরাসরি এই প্রস্তাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসিকে৷

#নয়াদিল্লি: পাকিস্তানে রাখাতে হবে না ২৬/১১ মূলচক্রী হাফিজ সাইদকে৷ তাকে পশ্চিম এশিয়ার কোন দেশে পাঠিয়ে দিক পাকিস্তান৷ পাকিস্তানকে এই পরামর্শ দিল চিন৷ চিনের প্রেসিডেন্টই সরাসরি এই প্রস্তাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসিকে৷ গতমাসে বাও ফোরামের বৈঠকে শি জিনপিং এবং আব্বাসির সাক্ষাৎ-এ উঠে আসে সাইদ প্রসঙ্গ৷ আধঘণ্টার আলাপ আলোচনায় প্রায় ১০ মিনিট কথা হয় জামাত-উদ-দাওয়ার প্রধানকে নিয়ে৷ এক সর্বভারতীয় দৈনিক সূত্র এমনই খবর৷
আন্তর্জাতিক স্তরে যেভাবে সাইদকে নিয়ে চাপ বাড়ছে পাকিস্থানের, সেখানে চিনের এই আর্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চিন-পাকিস্তানের সুস্পর্কের কথা সবারই জানা৷ মনে করা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে, সাইদকে নিয়ে পাকিস্তানের মুখ যাতে না পোড়ে, তাই এমন পরামর্শই দিয়েছে চিন৷ তবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীকেই এই সিদ্ধান্ত নিতে হবে, কারণ আব্বাসির মেয়াদ ফুরোবে এই মাসের শেষে৷ জুলাই শেষে সেদেশে নির্বাচন৷ তারপরই জানা যাবে সাইদকে নিয়ে চিনের মতামত মানল কিনা পাকিস্তান৷
advertisement
advertisement
মুম্বইকাণ্ডে আইএসআইের সঙ্গে জেইউডির যোগের কথা স্বীকার করে নেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ তারপরই ফের খবরে উঠে আসেন হাফিজ সাইদ৷ ইতিমধ্যেই হাফিজ সাইদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছেরাষ্ট্রপুঞ্জ৷ চাপের মুখে পড়ে সাইদকে ঘরবন্দিও করেছিল পকিস্তান৷ তবে লাহোর কোর্টের নির্দেশে ছাড়ও পেয়ে যান সাইদ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তান থেকে সাইদকে সরানোর পরামর্শ দিল চিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement