প্রযোজক হলেন ওবামা দম্পতি, ছবি তৈরিতে দিচ্ছেন মন

Last Updated:

মানুষের স্বার্থে কাজ করার সপথ নিয়েছেন এই দম্পতি৷ এবার মানুষের সঙ্গে যোগাযোগ হবে সরাসরি টিভির মাধ্যমে৷ নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বারাক ওবামা ও মিশেল ওবামা৷

#লস অ্যাঞ্জেলস: মানুষের স্বার্থে কাজ করার সপথ নিয়েছেন এই দম্পতি৷ এবার মানুষের সঙ্গে যোগাযোগ হবে সরাসরি টিভির মাধ্যমে৷ নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বারাক ওবামা ও মিশেল ওবামা৷ প্রযোজকের ভূমিকায় এলেন তাঁরা৷ ওবামাদের হায়ার গ্রাউন্ড প্রোডাকশনেই তৈরি হবে নানা তথ্যচিত্র বা ছায়াছবি যা মূলত বলবে মানুষের কথা৷
Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter
advertisement
সাধারণ মানুষকে নিয়ে এবং মানুষের প্রয়োজনে ভিডিও বানাবেন তাঁরা৷ এই বিষয় চুক্তি হয়েছে দুপক্ষের৷ ওবামাদের তৈরি ভিডিওয়ে থাকবে না কোন রাজনীতির কথা৷ মার্কিন রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা এবং মেশার সুযোগ হয়েছিল বারাক ওবামার ৷ তাদের দুঃখ, সমস্যা খুব কাছ থেকে দেখেছিলেন তিনি৷ তখন থেকেই এই চিন্তাভাবনা শুরু করেন ওবামা দম্পতি৷ বিবৃতিতে এমনই জানিয়েছেন বারাক ও মিশেল ওবামা৷
advertisement
এই চিক্তির ফলে উৎসাহ পাবেন নেটফ্লিক্সের প্রায় ১ কোটি গ্রাহক, জানাচ্ছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ৷ তবে তাঁদের প্রোডাকশনের কাজ তৈরি হতে হতে ২০১৯ হয়ে যাবে, জানিয়েছে নেটফ্লিক্স৷ ওবামার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরে শুরু করেছিলেন এই কাজ৷ তাঁর তৈরি তথ্যচিত্র অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ-র জিতেছিল অস্কার৷ আপাতত ওবামা দম্পতির কাজের অপেক্ষায় থাকলাম আমরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রযোজক হলেন ওবামা দম্পতি, ছবি তৈরিতে দিচ্ছেন মন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement