রয়্যালদের ‘আজব’ সব নিয়ম, জানলে অবাক হবেন

Last Updated:

এসব রাজা-রাজরার ব্যাপার ৷ শুনে তো সাধারণ মানুষের চক্ষুচড়ক গাছ ৷ জন্মসূত্রে রয়্যাল হোক, বা বিবাহসূত্রে, তকমা একবার গায়ে লেগে গেলে আপনাকে মেনে চলতেই হবে এই নিয়মগুলো ৷

#লন্ডন: এসব রাজা-রাজরার ব্যাপার ৷ শুনে তো সাধারণ মানুষের চক্ষুচড়ক গাছ ৷ জন্মসূত্রে রয়্যাল হোক, বা বিবাহসূত্রে, তকমা একবার গায়ে লেগে গেলে আপনাকে মেনে চলতেই হবে এই নিয়মগুলো ৷
• রানি উঠে দাঁড়ালে উপস্থিত সকলকে উঠে দাঁড়তেই হবে ৷ এটাই নিয়ম ৷
• রানির খাওয়া শেষ হয়ে গেলে আর কেউ খেতে পারবেন না ৷
advertisement
• বিয়ে হয়ে গেলে নতুন নামকরণ হয় রয়্যালদের ৷ বিয়ের পর হ্যারির নাম হয়েছে ডিউক অব সাসেক্স, আর মেগান ডাচেস অব সাসেক্স ৷
• রয়্যাল বিবাহ আইন ১৭৭২ অনুযায়ী কাউকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে রয়্যালরা সব সময় মনার্কের থেকে অনুমতি নেবেন ৷
advertisement
• রয়্যাল পরিবারের ব্রাইডদের হাতে থাকবে মর্টিল ফুলে বোকে ৷
• রয়্যাল বিয়েতে ছোট ছোট শিশুরা পেজ বয় আর ব্রাইডসমেড হবে ৷
• রয়্যাল পরিবারের কোনও ব্যক্তির বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকবে না ৷ বা থাকলেও তা তিনি সর্বসমক্ষে কখনও প্রকাশ করতে পারবেন না ৷
advertisement
• নিজস্ব কোনও অফিস চালাতে পারবেন না রয়্যাল সদস্যরা ৷
• খাওয়ার সময় কথা বলার সময়েও রয়েছে নিয়ম ৷ ডিনার শুরুর সময় রানি তাঁর ডান দিকের মানুষদের সঙ্গে কথা বলবেন ৷ ডিনারের দ্বিতীয় ভাগে তিনি বাম দিকের মানুষদের সঙ্গে কথা বলবেন ৷
• যখন কোনও রয়্যাল বিদেশে যাবেন তাঁকে অবশ্যই একটি সম্পূর্ণ কালো আউটফিট সঙ্গে রাখতে হবে ৷ যাতে আকস্মিক কেউ মারা গেলে সেটি পরা যায় ৷
advertisement
• সিংহাসনে দু’জন দাবিদার কখনও এক সঙ্গে ট্র্যাভেল করতে পারবেন না ৷ অর্থাৎ প্রিন্স জর্জ ১২ বছরের হয়ে গেলে হ্যারির সঙ্গে একই বিমানে যাতায়াত করতে পারবেন না তিনি ৷
• রয়্যালরা অটোগ্রাফ দিতে পারেন না ৷ সেফলি তোলাও তাঁদের মানা ৷
advertisement
• রয়্যাল ছাড়া রয়্যাল সদস্যদের কেউ ছুঁতে পারেন না ৷
• ফার-এর তৈরি পোশাক পরতে পারেন না রয়্যালরা ৷
advertisement
• রয়্যালরা কখনও ক্যাজুয়াল আউটফিটে লোকসমক্ষে আসবেন না ৷ • কোনও ফর্ম্যাল অনুষ্ঠানে মহিলাদের টুপি পরা বাধ্যতামূলক ৷ তবে সন্ধ্যে ৬টার পর আর টুপি নয় ৷ তখন পরতে হবে টিয়ারা ৷ শুধুমাত্র বিবাহিতরাই টিয়ারা পরতে পারেন ৷ টিয়ারা পরারও আবার নিয়ম রয়েছে ৷ • রানির ব্রেকফাস্ট মেন্যু কখনও কমানো, বাড়ানো যাবে না ৷ ব্রেকফাস্টের রানির জন্য থাকে ইংলিশ ব্রেকফাস্ট টি এবং কর্নফ্লেক্স ৷ • রয়্যাল সদস্যদের যে কোনও উপহার স্বীকার করতে হবে ৷ তা সে যতই আজব হোক না কেন ৷ • এক সপ্তাহ ধরে ক্রিস্টমাসের প্রস্তুতি নেবেন রানি ৷ ক্রিস্টমাসের দিন নরফকের স্টান্ড্রিঘাম এসেস্টে বড়দিনের সেলিব্রেশন হবে ৷ বড়দিনের দিন ওই এস্টেটের লাল ড্রয়িং রুমের চা পার্টিতে একে অপরকে উপহার দেবেন ৷ কিন্তু প্রথা অনুযায়ী ওই দিন কোনও উপহার খুলতে পারবেন না রয়্যালরা
advertisement
• রাজবাড়িতে ঢোকার অনুমতি নেই রসুন, আলু, ভাত, পাস্তার ৷
• রাজবাড়ির সদস্যদের একাধিক ভাষা জানতে হবে ৷
• রানির দিকে পিছন ফিরতে পারবেন না কেউ ৷ কথাবার্তা শেষ হলে রানি ওই এলাকা থেকে সবার আগে বেরবেন ৷ বাকিরা তাঁর পিছনে থাকবেন ৷
• রানিকে উজ্জ্বল রঙের জামা পরতে হবে ৷ যাতে ভিড়ের মধ্যেও তাঁর দিকে নজর যায় ৷
• মহিলাদের বসার স্টাইলও নিয়মের বাইরে যেতে পারবে না ৷ তাঁদের লেগ ক্রস করে বসতে হবে ৷
• রানি যদি হাতব্যাগটি ডান হাতে নেন তাহলে বুঝতে হবে তিনি এবার তাঁর কথা শেষ করতে চান ৷ যখন তিনি হাতব্যাগ টেবলে রাখবেন এর অর্থ ডিনার শেষ ৷ • রাজকন্যা বা রাজবধূরা ক্লিভেজ দেখাতে পারবেন না ৷ • রয়্যাল সদস্যদের কোনও নিক নেম থাকবে না ৷ • ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় চিন উঁচু করা চলবে না ৷ মাটির সঙ্গে সমান্তরালভাবে রাখতে হবে ৷ • লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতে পারবেন রানি ৷ • হাঁটার সময় রানি থেকে একটু পিছনে হাঁটতে হবে প্রিন্স ফিলিপকে ৷ এটাই নিয়ম ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রয়্যালদের ‘আজব’ সব নিয়ম, জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement