রয়্যালদের ‘আজব’ সব নিয়ম, জানলে অবাক হবেন

Last Updated:

এসব রাজা-রাজরার ব্যাপার ৷ শুনে তো সাধারণ মানুষের চক্ষুচড়ক গাছ ৷ জন্মসূত্রে রয়্যাল হোক, বা বিবাহসূত্রে, তকমা একবার গায়ে লেগে গেলে আপনাকে মেনে চলতেই হবে এই নিয়মগুলো ৷

#লন্ডন: এসব রাজা-রাজরার ব্যাপার ৷ শুনে তো সাধারণ মানুষের চক্ষুচড়ক গাছ ৷ জন্মসূত্রে রয়্যাল হোক, বা বিবাহসূত্রে, তকমা একবার গায়ে লেগে গেলে আপনাকে মেনে চলতেই হবে এই নিয়মগুলো ৷
• রানি উঠে দাঁড়ালে উপস্থিত সকলকে উঠে দাঁড়তেই হবে ৷ এটাই নিয়ম ৷
• রানির খাওয়া শেষ হয়ে গেলে আর কেউ খেতে পারবেন না ৷
advertisement
• বিয়ে হয়ে গেলে নতুন নামকরণ হয় রয়্যালদের ৷ বিয়ের পর হ্যারির নাম হয়েছে ডিউক অব সাসেক্স, আর মেগান ডাচেস অব সাসেক্স ৷
• রয়্যাল বিবাহ আইন ১৭৭২ অনুযায়ী কাউকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে রয়্যালরা সব সময় মনার্কের থেকে অনুমতি নেবেন ৷
advertisement
• রয়্যাল পরিবারের ব্রাইডদের হাতে থাকবে মর্টিল ফুলে বোকে ৷
• রয়্যাল বিয়েতে ছোট ছোট শিশুরা পেজ বয় আর ব্রাইডসমেড হবে ৷
• রয়্যাল পরিবারের কোনও ব্যক্তির বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকবে না ৷ বা থাকলেও তা তিনি সর্বসমক্ষে কখনও প্রকাশ করতে পারবেন না ৷
advertisement
• নিজস্ব কোনও অফিস চালাতে পারবেন না রয়্যাল সদস্যরা ৷
• খাওয়ার সময় কথা বলার সময়েও রয়েছে নিয়ম ৷ ডিনার শুরুর সময় রানি তাঁর ডান দিকের মানুষদের সঙ্গে কথা বলবেন ৷ ডিনারের দ্বিতীয় ভাগে তিনি বাম দিকের মানুষদের সঙ্গে কথা বলবেন ৷
• যখন কোনও রয়্যাল বিদেশে যাবেন তাঁকে অবশ্যই একটি সম্পূর্ণ কালো আউটফিট সঙ্গে রাখতে হবে ৷ যাতে আকস্মিক কেউ মারা গেলে সেটি পরা যায় ৷
advertisement
• সিংহাসনে দু’জন দাবিদার কখনও এক সঙ্গে ট্র্যাভেল করতে পারবেন না ৷ অর্থাৎ প্রিন্স জর্জ ১২ বছরের হয়ে গেলে হ্যারির সঙ্গে একই বিমানে যাতায়াত করতে পারবেন না তিনি ৷
• রয়্যালরা অটোগ্রাফ দিতে পারেন না ৷ সেফলি তোলাও তাঁদের মানা ৷
advertisement
• রয়্যাল ছাড়া রয়্যাল সদস্যদের কেউ ছুঁতে পারেন না ৷
• ফার-এর তৈরি পোশাক পরতে পারেন না রয়্যালরা ৷
advertisement
• রয়্যালরা কখনও ক্যাজুয়াল আউটফিটে লোকসমক্ষে আসবেন না ৷ • কোনও ফর্ম্যাল অনুষ্ঠানে মহিলাদের টুপি পরা বাধ্যতামূলক ৷ তবে সন্ধ্যে ৬টার পর আর টুপি নয় ৷ তখন পরতে হবে টিয়ারা ৷ শুধুমাত্র বিবাহিতরাই টিয়ারা পরতে পারেন ৷ টিয়ারা পরারও আবার নিয়ম রয়েছে ৷ • রানির ব্রেকফাস্ট মেন্যু কখনও কমানো, বাড়ানো যাবে না ৷ ব্রেকফাস্টের রানির জন্য থাকে ইংলিশ ব্রেকফাস্ট টি এবং কর্নফ্লেক্স ৷ • রয়্যাল সদস্যদের যে কোনও উপহার স্বীকার করতে হবে ৷ তা সে যতই আজব হোক না কেন ৷ • এক সপ্তাহ ধরে ক্রিস্টমাসের প্রস্তুতি নেবেন রানি ৷ ক্রিস্টমাসের দিন নরফকের স্টান্ড্রিঘাম এসেস্টে বড়দিনের সেলিব্রেশন হবে ৷ বড়দিনের দিন ওই এস্টেটের লাল ড্রয়িং রুমের চা পার্টিতে একে অপরকে উপহার দেবেন ৷ কিন্তু প্রথা অনুযায়ী ওই দিন কোনও উপহার খুলতে পারবেন না রয়্যালরা
advertisement
• রাজবাড়িতে ঢোকার অনুমতি নেই রসুন, আলু, ভাত, পাস্তার ৷
• রাজবাড়ির সদস্যদের একাধিক ভাষা জানতে হবে ৷
• রানির দিকে পিছন ফিরতে পারবেন না কেউ ৷ কথাবার্তা শেষ হলে রানি ওই এলাকা থেকে সবার আগে বেরবেন ৷ বাকিরা তাঁর পিছনে থাকবেন ৷
• রানিকে উজ্জ্বল রঙের জামা পরতে হবে ৷ যাতে ভিড়ের মধ্যেও তাঁর দিকে নজর যায় ৷
• মহিলাদের বসার স্টাইলও নিয়মের বাইরে যেতে পারবে না ৷ তাঁদের লেগ ক্রস করে বসতে হবে ৷
• রানি যদি হাতব্যাগটি ডান হাতে নেন তাহলে বুঝতে হবে তিনি এবার তাঁর কথা শেষ করতে চান ৷ যখন তিনি হাতব্যাগ টেবলে রাখবেন এর অর্থ ডিনার শেষ ৷ • রাজকন্যা বা রাজবধূরা ক্লিভেজ দেখাতে পারবেন না ৷ • রয়্যাল সদস্যদের কোনও নিক নেম থাকবে না ৷ • ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় চিন উঁচু করা চলবে না ৷ মাটির সঙ্গে সমান্তরালভাবে রাখতে হবে ৷ • লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতে পারবেন রানি ৷ • হাঁটার সময় রানি থেকে একটু পিছনে হাঁটতে হবে প্রিন্স ফিলিপকে ৷ এটাই নিয়ম ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রয়্যালদের ‘আজব’ সব নিয়ম, জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement