৩২ কিলোমিটার হেঁটে অফিস যেত যুবক, নিজের গাড়ি গিফট করল সিইও

Last Updated:

দীর্ঘদিনের অপেক্ষা ৷ অবশেষে স্বপ্নের চাকরিটা পেয়েছিলেন নিজের যোগ্যতায় ৷ কিন্তু শুরুতেই বাধা ৷ নতুন অফিসে যাওয়ার আগের রাতেই ঘটল অঘটন ৷

#ওয়াশিংটন: দীর্ঘদিনের অপেক্ষা ৷ অবশেষে স্বপ্নের চাকরিটা পেয়েছিলেন নিজের যোগ্যতায় ৷ কিন্তু শুরুতেই বাধা ৷ নতুন অফিসে যাওয়ার আগের রাতেই ঘটল অঘটন ৷ নিজের ব্যক্তিগত গাড়িটা পরীক্ষা করতে গিয়ে সে দেখে, গাড়ির ইঞ্জিনটি ব্রেক ডাউন হয়ে গিয়েছে ৷ কিন্তু অফিসে তো যেতেই হবে ৷ কোনও উপায় নেই ৷ অবশেষে, গাড়ির আশা ছেড়ে পায়ে হাঁটা শুরু করেন ওয়াল্টার কারর ৷ ৩২ কিলোমিটার পায়ে হেঁটেই অফিস যান তিনি ৷ তরুণ কর্মীর কাজের প্রতি এমন অদম্য উৎসাহ দেখে অবাক হয়ে যান সংস্থার সিইও ৷ গোটা ঘটনাটি শুনে হয়ে নিজের গাড়িই ওয়াল্টারকে গিফট হিসেবে দিয়ে দেন সংস্থার সিইও লুক মার্কলিন ৷
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বছর ২০-র ওই তরুণ বার্মিংহামের বেলহপ সংস্থায় কাজ করেন ৷ গত বুধবার ছিল ওই সংস্থায় তাঁর কাজের প্রথম দিন ৷ মঙ্গলবার রাতে ওয়াল্টার দেখেন, তার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গিয়েছে ৷ স্টার্ট হচ্ছে না গাড়িটি ৷ এরপর সামান্য সময়ের জন্য বিচলিত হয়ে পড়েন ওয়াল্টার ৷ এরপর আর কোনও উপায় না দেখে আলাবামাতে, তাঁর নিজের বাড়ি থেকে কর্মস্থল অবধি হাঁটতে শুরু করেন ওয়াল্টার ৷ যার দূরত্ব ছিল কমপক্ষে ৩২ কিলোমিটার ৷ এতটা পথ পায়ে হাঁটবেন কীভাবে তিনি ? সেই বিষয়ে কোনও ভাবনা চিন্তায় করেননি ৷ যেনতেনভাবে তাঁকে পৌঁছতে হবে ৷ এই ভাবনা মাথায় নিয়েই হাঁটতে শুরু করেন তিনি ৷
advertisement
advertisement
এই গোটা ঘটনাটি শোনার পরই চমকে যান সংস্থার সিইও লুক মার্কলিন ৷ কাজের প্রতি এহেন নিষ্ঠা দেখে চাকরির প্রথম দিনেই নিজের গাড়ি উপহার হিসেবে দিয়ে দেন লুক ৷
তবে, পুরো ৩২ কিলোমিটার তাঁকে পায়ে হেঁটে পৌঁছতে হয়নি তাকে ৷ ২০ কিলোমিটার পথ হাঁটার পরই মধ্যরাতে নিউ অরিলিয়ানসের কাছে ওয়াল্টারকে দেখে এগিয়ে আসে কয়েকজন পুলিশ কর্মী ৷ এরপর তারা গোটা ঘটনাটি জানার পর বাকি রাস্তাটা পুলিশ ভ্যানে করেই অফিসে পৌঁছান ওয়াল্টার ৷
advertisement
এই ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ টুইট করেন ইভাঙ্কা ট্রাম্পও ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
৩২ কিলোমিটার হেঁটে অফিস যেত যুবক, নিজের গাড়ি গিফট করল সিইও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement