৩২ কিলোমিটার হেঁটে অফিস যেত যুবক, নিজের গাড়ি গিফট করল সিইও

Last Updated:

দীর্ঘদিনের অপেক্ষা ৷ অবশেষে স্বপ্নের চাকরিটা পেয়েছিলেন নিজের যোগ্যতায় ৷ কিন্তু শুরুতেই বাধা ৷ নতুন অফিসে যাওয়ার আগের রাতেই ঘটল অঘটন ৷

#ওয়াশিংটন: দীর্ঘদিনের অপেক্ষা ৷ অবশেষে স্বপ্নের চাকরিটা পেয়েছিলেন নিজের যোগ্যতায় ৷ কিন্তু শুরুতেই বাধা ৷ নতুন অফিসে যাওয়ার আগের রাতেই ঘটল অঘটন ৷ নিজের ব্যক্তিগত গাড়িটা পরীক্ষা করতে গিয়ে সে দেখে, গাড়ির ইঞ্জিনটি ব্রেক ডাউন হয়ে গিয়েছে ৷ কিন্তু অফিসে তো যেতেই হবে ৷ কোনও উপায় নেই ৷ অবশেষে, গাড়ির আশা ছেড়ে পায়ে হাঁটা শুরু করেন ওয়াল্টার কারর ৷ ৩২ কিলোমিটার পায়ে হেঁটেই অফিস যান তিনি ৷ তরুণ কর্মীর কাজের প্রতি এমন অদম্য উৎসাহ দেখে অবাক হয়ে যান সংস্থার সিইও ৷ গোটা ঘটনাটি শুনে হয়ে নিজের গাড়িই ওয়াল্টারকে গিফট হিসেবে দিয়ে দেন সংস্থার সিইও লুক মার্কলিন ৷
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বছর ২০-র ওই তরুণ বার্মিংহামের বেলহপ সংস্থায় কাজ করেন ৷ গত বুধবার ছিল ওই সংস্থায় তাঁর কাজের প্রথম দিন ৷ মঙ্গলবার রাতে ওয়াল্টার দেখেন, তার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গিয়েছে ৷ স্টার্ট হচ্ছে না গাড়িটি ৷ এরপর সামান্য সময়ের জন্য বিচলিত হয়ে পড়েন ওয়াল্টার ৷ এরপর আর কোনও উপায় না দেখে আলাবামাতে, তাঁর নিজের বাড়ি থেকে কর্মস্থল অবধি হাঁটতে শুরু করেন ওয়াল্টার ৷ যার দূরত্ব ছিল কমপক্ষে ৩২ কিলোমিটার ৷ এতটা পথ পায়ে হাঁটবেন কীভাবে তিনি ? সেই বিষয়ে কোনও ভাবনা চিন্তায় করেননি ৷ যেনতেনভাবে তাঁকে পৌঁছতে হবে ৷ এই ভাবনা মাথায় নিয়েই হাঁটতে শুরু করেন তিনি ৷
advertisement
advertisement
এই গোটা ঘটনাটি শোনার পরই চমকে যান সংস্থার সিইও লুক মার্কলিন ৷ কাজের প্রতি এহেন নিষ্ঠা দেখে চাকরির প্রথম দিনেই নিজের গাড়ি উপহার হিসেবে দিয়ে দেন লুক ৷
তবে, পুরো ৩২ কিলোমিটার তাঁকে পায়ে হেঁটে পৌঁছতে হয়নি তাকে ৷ ২০ কিলোমিটার পথ হাঁটার পরই মধ্যরাতে নিউ অরিলিয়ানসের কাছে ওয়াল্টারকে দেখে এগিয়ে আসে কয়েকজন পুলিশ কর্মী ৷ এরপর তারা গোটা ঘটনাটি জানার পর বাকি রাস্তাটা পুলিশ ভ্যানে করেই অফিসে পৌঁছান ওয়াল্টার ৷
advertisement
এই ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ টুইট করেন ইভাঙ্কা ট্রাম্পও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
৩২ কিলোমিটার হেঁটে অফিস যেত যুবক, নিজের গাড়ি গিফট করল সিইও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement