Cannibal: যৌনাঙ্গ খেলে যৌনক্ষমতা বাড়বে, সেই বিশ্বাসে প্রেমিককে খুন করে যৌনাঙ্গ কেটে খেল নরখাদক

Last Updated:

শিউড়ে উঠলেন খোদ বার্লিন আদালতের বিচারক ম্যাথিয়াস শার্টজ! বললেন, ‘‘আমার তিন দশকের কর্মজীবনে এমন ঘটনা দেখিনি।’’

#বার্লিন: অনলাইন ডেটিং অ্যাপ-এ পছন্দ হয়েছিল প্রেমিককে, তাঁকে বাড়িতেও ডাকলেন, এর পর যা হল...শিউড়ে উঠলেন খোদ বার্লিন আদালতের বিচারক ম্যাথিয়াস শার্টজ! বললেন, ‘‘আমার তিন দশকের কর্মজীবনে এমন ঘটনা দেখিনি।’’
এক নরখাদকের হাড়হিম করা ঘটনা! বছর দুই আগে, ২০২০ সালে, বার্লিনের প্রাক্তন শিক্ষক ৪২ বছরের স্টেফান (নাম পরিবর্তিত) এক ব্যক্তির সঙ্গে ‘ডেটিং অ্যাপ’-এর মাধ্যমে পরিচয় করেছিলেন । কথায়, চ্যাটে হৃদ্যতা বাড়ে...স্টিফানকে পছন্দ করতে শুরু করেন সেই ব্যক্তি! এর পরই, তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠান স্টিফান। তার পর তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে, গলার নলি কেটে খুন করে! এর পর যা ঘটে তাতে সত্যিই গায়ে কাঁটা দেয়। নিহত ব্যক্তির যৌনাঙ্গ কেটে খায় স্টিফান! তার বিশ্বাস ছিল, মানুষের যৌনাঙ্গ খেলে যৌনক্ষমতা বাড়বে। এরপর, মৃতের শরীর টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দেয় বার্লিনের প্যাংকো জেলার বিভিন্ন জায়গায়।
advertisement
advertisement
২০২০ সালের নভেম্বর মাসে আচমকাই স্টিফানের বাড়ির পাশের পার্কে মানুষের হাড় উদ্ধার হয়। তারপরেই তদন্তে নামে জার্মানির পুলিশ। হাড়ের ফরেনসিক করে দেখা যায় সেগুলি ৪৩ বছর বয়সী জো-এর (নাম পরিবর্তিত), তাঁর নামে ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছিল স্থানীয় থানায়। এর পর নিহতের ফোন রেকর্ড ঘেঁটে নরখাদক স্টেফানের ঠিকানা খুঁজে পায় পুলিশ। বাড়িতে হানা দিয়ে দেখা যায়, গোটা বাড়িতে রক্তের দাগ ও সন্দেহজনক কিছু অস্ত্র। রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায় সেটি নিহতের।
advertisement
অবশ্য, স্টেফানের আইনজীবীর যুক্তি ছিল স্টেফানের বাড়িতে আচমকাই মৃত্যু হয় জো-এর। সেটি স্বাভাবিক মৃত্যুই ছিল, সম্ভবত হার্ট অ্যাটাকে। তাতেই ভয় পেয়ে যান স্টেফান, মনে করেন এইবার বুঝি প্রকাশ্যে আসবে তিনি সমকামী, তাই মৃতের দেহ লোপাট করতে টুকরো টুকরো করে কেটে ফেলে দেন। কিন্তু বিচারক তাঁর সাফাই বিশ্বাস করেন না। তার পালটা প্রশ্ন ছিল, কীভাবে মৃতের শরীর থেকে যৌনাঙ্গ আলাদ হল? এবং সেই যৌনাঙ্গ কোথায়? তখন স্টেফান স্বীকার করেন, ওই ব্যক্তি তাঁর বাড়িতে এসে হঠাৎ মারা গিয়েছিলেন। তার পর তিনি তাঁর যৌনাঙ্গ কেটে খেয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Cannibal: যৌনাঙ্গ খেলে যৌনক্ষমতা বাড়বে, সেই বিশ্বাসে প্রেমিককে খুন করে যৌনাঙ্গ কেটে খেল নরখাদক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement