International Durga Puja 2022|| সুদূর টরন্টোয় চলছে বৌবাজারের দত্তবাড়ির দুর্গাপুজো, ম্যাডক্স স্কোয়ারের উন্মাদনা আজ বিদেশের মাটিতে

Last Updated:

Canada Toronto Dutta Bari Durga Puja 2022 : পরিবারের বংশধর  ঋত্বিক দত্ত কর্মসূত্রে কানাডার বাসিন্দা। অতিমারী এ জীবন যখন স্ট্যান্ডস্টিল, ওয়ার্ক ফ্রম হোম করতে করতে হঠাৎ করেই সিদ্ধান্ত নেন পারিবারিক সেই দুর্গাপুজোর ঐতিহ্য কানাডায় নিয়ে যাবেন। আজ কলম ধরলেন ঋত্বিক দত্ত নিজেই...

#টরন্টো, ঋত্বিক দত্তঃ আশ্বিনের নীলাকাশের পেঁজা তুলোর মেঘ, চোখে ভাসছে নদীর পাড়ে কাশফুলের মেলা, নৌকো করে সপরিবারে উমা আসছেন বাড়িতে। বাতাসে পুজোর গন্ধ। পুজোর আয়োজনে ব্যস্ত দত্ত  ফ্যামিলি এবং বন্ধুরা।  আকাশে রোদ-বৃষ্টির ফাঁকে পেঁজা তুলোর মতো মেঘ জানিয়ে দিচ্ছে, পুজো এসে গিয়েছে।
দু'বছর করোনার শঙ্কা কাটিয়ে এ বারের উৎসব একটু বেশি আবেগের এবং উন্মাদনার। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দিনযাপন।  এ বার সেই  উৎসবে যেন  অনেকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে উৎসব প্রিয় বাঙালি। নীলকণ্ঠ পাখি উড়িয়ে বিসর্জনের রীতি ছিল শতাব্দী প্রাচীন বৌবাজারের  দত্তবাড়ির পুজোয়।
advertisement
advertisement
কালের নিয়মে পুজোর পরিধি ছোট হয়ে এলেও বৌবাজারের দত্তবাড়ির পরিচিতি আজও যথেষ্ট। পরিবারের প্রতিষ্ঠাতা শ্রী সরোজেন্দ্রনাথ দত্ত ছিলেন মেডিক্যাল কলেজের তৎকালীন চিকিৎসক, যিনি ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করে স্বর্ণপদক পেয়েছিলেন।
আদি বাড়ি মালদহে। সেখান থেকে তাঁর বংশধর দত্তরা পরবর্তীতে বৌবাজারে বসবাস শুরু করেন। আনুমানিক ১৯৫০ সালে দুর্গোৎসবের সূচনা হয়েছিল এই দত্তবাড়িতে। পুজোমণ্ডপের সামনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচলন এঁরাই প্রথম করেন। অতীতের সেই ঐতিহ্য আজ আর নেই। একে একে পরিবারের সকলেই কর্মসূত্রে কলকাতা  ছেড়েছেন। পুজোয় পরিবারের কেউ আর আজ আসেন না৷  আজ আড়ম্বরহীন ভাবেই  পূজিত হন দেবী দুর্গা।
advertisement
সেই  পরিবারের বংশধর  ঋত্বিক দত্ত কর্মসূত্রে কানাডার বাসিন্দা। অতিমারী এ জীবন যখন স্ট্যান্ডস্টিল, ওয়ার্ক ফ্রম হোম করতে করতে হঠাৎ করেই সিদ্ধান্ত নেন পারিবারিক সেই দুর্গাপুজোর ঐতিহ্য কানাডায় বহন করে আনলে কেমন হয়! যেমন ভাবা তেমন কাজ, কলকাতা থেকে তড়িঘড়ি ফাইবার গ্লাস প্রতিমা আনিয়ে দত্ত বাড়ির পুজো শুরু হয় ২ বছর আগে।নিয়ম  বিধি মেনে  ১০ জনের স্লট করে টরন্টোর বন্ধুদের নিয়ে  বাড়িতে দুর্গাপুজো প্রথম  শুরু হয়েছিল  ২০২০ সালে।
advertisement
এ বছর সেই পুজো তৃতীয় বছরে পা দিল। ঢাক, কাঁসর ঘণ্টার শব্দ বুঝিয়ে দিয়েছিল দুর্গাপুজো আদতেই বিশ্বজনীন। ষষ্ঠী থেকে দশমী, পুজোয় বাদ যায়নি কোনও আচার-অনুষ্ঠান। করোনার চোখরাঙানিতেও গত দু’বছরের শারদোৎসব ফিকে হয়নি একটুও। রীতি মেনে নবপত্রিকা, সন্ধিপুজো, সন্ধ্যাআরতি, দর্পণ বিসর্জন, সিঁদুর  খেলা  সবই হয়েছিল। আজ দত্ত পরিবারের পুজো বন্ধুদের মিলে সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজো। ফলে কানাডার মাটিতে এখন শুধুই পুজো পুজো গন্ধ। পাট ভাঙা শাড়ি-পাঞ্জাবি নেমেছে দেরাজ থেকে। সবাই মিলে সেজেগুজে চলছে দেদার আড্ডা।
advertisement
এ  বছর পুজোর থিম চণ্ডীমণ্ডপ থেকে ম্যাডক্স স্কোয়ার। সেজে উঠেছে পুজোমণ্ডপ। খড়ের  চালা দেওয়া  চণ্ডীমণ্ডপ সঙ্গে কাশ ফুলের বিদেশের বুকে। উৎসবের দিনগুলিতে কার্যত মিলনক্ষেত্রে পরিণত হয় দত্ত বাড়ির  পুজো প্রাঙ্গন। প্রাণের উৎসব মিলিয়ে দিয়েছে সবাইকে। কলকাতার ম্যাডক্স স্কোয়ারের পুজো যেন কানাডায়  হাজির। দেদার আড্ডা, সন্ধ্যের  সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে চপ, সিঙাড়া, ঘুঘনি, নারকেলের নাড়ু, ফুচকার অমোঘ হাতছানি। দত্ত বাড়ির পুজো মানেই যেন কানাডার বুকে এক টুকরো কলকাতা। অর্ধশতাব্দীর বেশি সময় পরও প্রবাসের মাটিতে একইরকম বনেদিয়ানার আবেদন ধরে রেখেছেন মালদহের দত্তরা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
International Durga Puja 2022|| সুদূর টরন্টোয় চলছে বৌবাজারের দত্তবাড়ির দুর্গাপুজো, ম্যাডক্স স্কোয়ারের উন্মাদনা আজ বিদেশের মাটিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement