Bizarre and Viral: অবিশ্বাস্য! মিউজিয়মে এসে কাচের জারে সংরক্ষিত নিজের হৃদপিণ্ডকে দেখলেন তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bizarre and Viral: জেনিফার এখন সোচ্চার অর্গ্যান ডোনেশন নিয়ে। তাঁর মতে, পৃথিবীতে এটাই সেরা উপহার।
হ্যাম্পশায়ার : মিউজিয়মে বহু অদ্ভুতদর্শন জিনিসই দেখতে যায় মানুষ। কিন্তু সকলকে বোধহয় টেক্কা দিয়ে গেলেন জেনিফার সাটন। হ্যাম্পশায়ায়ের রিংউডের এই বাসিন্দা সংগ্রহশালায় গিয়ে নিজের হৃদপিণ্ড দেখতে গেলেন এই তরুণী। লন্ডনে হান্টেরিয়ান মিউজিয়ামে সংগৃহীত আছে তাঁর হৃদযন্ত্র। কেমন লাগল এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে, জানিয়েছেন জেনিফার। বলেছেন, ‘‘প্রথমে দেখেই মনে হল এটা একসময় আমার শরীরের ভিতরে ছিল। তবে এটাও ভাল, যেন আমার বন্ধুর মতো। ২২ বছর ধরে এ আমায় বাঁচিয়ে রেখেছে। সত্যি এর জন্য আমি খুব গর্বিত।’’
জেনিফার এখন সোচ্চার অর্গ্যান ডোনেশন নিয়ে। তাঁর মতে, পৃথিবীতে এটাই সেরা উপহার। কারণ তিনি যে আজ সুস্থ, সেটাও সম্ভব হয়েছে মরণোত্তর অঙ্গদানের জন্যই। হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর এখন তিনি সুস্থ মানুষের মতোই সক্রিয় এবং ব্যস্ত। জীবনকে এভাবেই তিনি এগিয়ে নিয়ে যেতে চান, যত দিন সম্ভব।
advertisement

advertisement
কবে নিজের শারীরিক সমস্যা টের পেলেন জেনিফার? তখন তিনি ২২ বছরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। চড়াইয়ে ওঠার সময় অসুবিধে হত তাঁর। ধরা পড়ে, তিনি রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথিতে আক্রান্ত। এই শারীরিক সমস্যায় সারা শরীরে রক্ত পাম্প করতে সমস্যা হয় হৃদযন্ত্রের। ডাক্তাররা বলে দেন হৃদযন্ত্র প্রতিস্থাপিত না হলে তিনি বাঁচবেন না।
২০০৭ সালে তাঁর জন্য ডোনর পাওয়া যায়। হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর নিজেকে নতুন মানুষ বলে মনে হয় তাঁর। অস্ত্রোপচারের পর রয়্যাল কলেজ অব সার্জনস কে অনুমতি দিয়েছে তাঁর হৃদযন্ত্র প্রদর্শন করার জন্য। হলবর্ন মিউজিয়ামে সর্বসাধারণের দেখার জন্য সেটি সাজানো আছে। এর মাধ্যমে তিনি মরণোত্তর অঙ্গদানেরই জয়গান গাইতে চান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 11:55 AM IST