ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি, ভারতীয় সংস্কৃতি আজও তাঁদের রক্তে, মেয়ে অনুষ্কা লন্ডনে শাস্ত্রীয় নৃত্য পেশ, রইল প্রমাণ
- Published by:Debalina Datta
Last Updated:
দেখে নিন প্রধানমন্ত্রী কন্যার নাচের ভিডিও...
#লন্ডন: ঋষি সুনকর মেয়ে অনুষ্কা সুনককে শুক্রবার লন্ডনে কুচিপুডি নাচের পারফরম্যান্স দিয়েছেন। অন্যান্য নৃত্যশিল্পীদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মেয়ের পারফরম্যান্স ছিল৷ সে পারফর্ম করেন "রঙ" নামে আন্তর্জাতিক কুচিপুডি নৃত্য উৎসব ২০২২-এর অংশ। অনুষ্ঠানটি যুক্তরাজ্যের কুচিপুডির সবচেয়ে বড় উৎসব। সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি এবং তাঁর বাবা-মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন অনুষ্কাকে বাকি পারফরমারদের সঙ্গে নাচ করতে দেখা গেছে। হাজির ছিলেন প্রধানমন্ত্রী নিজেও৷
সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও কয়েকজন নৃত্যশিল্পীর সঙ্গে হাজির ছিল অনুষ্কা। তিনি আনন্দিত ছিলেন, নাচের এই ফর্মের প্রতি তাঁর ভালবাসার কথা বলেছিলেন। তিনি বলেন, "আমি কুচিপুডি এবং নাচ ভালবাসি, কারণ আপনি যখন নাচেন তখন আপনার সমস্ত উদ্বেগ এবং চাপ দূর হয়ে যায় এবং আমি এই মুহূর্তে আমার পাশে আমার সমস্ত বন্ধুদের সাথে নাচছি।আমি মঞ্চে থাকতে পছন্দ করি।"
advertisement
আরও পড়ুন - পঞ্চায়েত ভোটের আগে দলের ঘরোয়া কোন্দলই মাথাব্যথা বঙ্গ বিজেপির,কড়া বার্তা ও দাওয়াই সুকান্ত-মিঠুনের
advertisement
দেখে নিন প্রধানমন্ত্রী কন্যার নাচের ভিডিও
ब्रिटेन में एक कार्यक्रम के दौरान पीएम ऋषि सुनक की 9 साल की बेटी ने किया कुचीपुड़ी डांस. #Britain #RishiSunak #RishiSunakPM pic.twitter.com/X5eXf3Xrp2
— Manchh (@Manchh_Official) November 26, 2022
advertisement
তিনি আরও বলেন যে ভারত "এমন একটি জায়গা যেখানে পরিবার, বাড়ি এবং সংস্কৃতি একসঙ্গে মিলে মিশে এক হয়ে যায়। আমি প্রতি বছর সেখানে যেতে পছন্দ করি।"
advertisement
এদিনের অনুষ্ঠানে নানা বয়সের পারফরমাররা ১০০-রও বেশি শিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন বয়স্ক নৃত্য শিল্পীরাও৷ এমনকি ৬৫-র উর্ধ্বে বয়স্করাও নানা বিভাগে পারফর্ম করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী নৃত্যশিল্পীরাও উপস্থিত ছিলেন।
এরই মধ্যে অনুষ্কার নাচের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ব্রিটেনের ৫৭ তম প্রধানমন্ত্রী ঋষি সুনক ভারতীয় সমাজে বিশেষ সমাদৃত৷ তিনিই প্রথম ভারতীয় যিনি ব্রিটেনে এই পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তির জামাতা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 5:34 PM IST