প্রকাশ্যে স্তন্যপান করাচ্ছিলেন মা, লোকজনের আপত্তিতে এই কাণ্ড ঘটালেন তিনি !
Last Updated:
তবে প্রতিবাদের ভাষাটা একেবারে অন্যভাবে দেখালেন এক মহিলা ৷ প্রকাশ্যে নিজের সন্তানকে স্তন্যপান করানোর ঘটনায়, আশপাশে থাকা লোকজনের আপত্তি উঠলে, স্তন না ঢেকে ঢাকলেন নিজের মুখ !
#মেক্সিকো: কিছুদিন আগেই ইন্টারনেট জুড়ে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল দক্ষিণ ভারতের এক ম্যাগাজিনের কভার ছবি ৷ যেখানে দেখা গিয়েছিল, এক নারী তাঁর সন্তানকে স্তনপান করাচ্ছেন ৷ বিতর্ক ওঠে দেশ জুড়ে ৷ তবে কেউ কেউ নিন্দা করলেও, অনেকেই ব্যাপারটিতে ট্যাবো বেরিয়ে আসার এক সাহসী পদক্ষেপ বলে মনে করেন ৷ তবে দক্ষিণ ভারতের এই ঘটনাই শেষ নয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফ্যাশন শো-তে নিজের সন্তানকে স্তন্যপান করাতে করাতে শোতে হেঁটে ছিলেন মডেল ৷ বিতর্ক উঠেছিল তখনও !
তবে প্রতিবাদের ভাষাটা একেবারে অন্যভাবে দেখালেন এক মহিলা ৷ প্রকাশ্যে নিজের সন্তানকে স্তন্যপান করানোর ঘটনায়, আশপাশে থাকা লোকজনের আপত্তি উঠলে, স্তন না ঢেকে ঢাকলেন নিজের মুখ ! ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে ৷
advertisement
মহিলার নাম মেলানিয়ে ডুডলি ৷ স্বামী সন্তানকে নিয়ে ছুটিতে ঘুরতে গিয়েছিলেন মেক্সিকোর কাবো সান লুকাসে ৷ ওখানেই একটি রেস্তোরাঁয় নিজের সন্তানকে প্রকাশ্যে স্তন্যপান করাতে শুরু করেন মেলানিয়ে ৷ আপত্তি ওঠে রেস্তোরাঁ বসে থাকা লোকজনের তরফ থেকে ৷ কিন্তু বচসা বাড়াননি মেলানিয়ে ৷ প্রতিবাদ করেছেন একেবারে অন্য ঢঙে ৷ কাপড় দিয়ে স্তন ঢাকার বদলে, ঢেকে ফেলেন নিজের মুখ !
advertisement
মেলেনিয়ার এই ছবিটি ঝড়ের বেগে শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায় ৷ দেখুন সেই ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2018 8:03 PM IST